ডার্বি জয়ের স্বাদ, ইলিশে মজে লাল-হলুদ ফুটবলাররা

ভারতীয় ফুটবলে ডার্বি ম্যাচ এক আলাদাই গুরুত্ব পেয়ে থাকে। ইস্টবেঙ্গল (East Bengal)বনাম মোহনবাগান ম্যাচের উন্মাদনা এক অনন্য পরিবেশ সৃষ্টি করে বাংলার বুকে। টুর্নামেন্ট যাই হোক…

East Bengal Celebrates Kolkata Derby Win with Hilsa Fish Festivities

ভারতীয় ফুটবলে ডার্বি ম্যাচ এক আলাদাই গুরুত্ব পেয়ে থাকে। ইস্টবেঙ্গল (East Bengal)বনাম মোহনবাগান ম্যাচের উন্মাদনা এক অনন্য পরিবেশ সৃষ্টি করে বাংলার বুকে। টুর্নামেন্ট যাই হোক সিনিয়র দল কিংবা জুনিয়র। সমান গুরুত্বপূর্ণ দুই প্রধানের সমর্থকদের কাছে। তার ওপর সেটা যদি হয় মরসুমের প্রথম ডার্বি। সেই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা চরমে থাকে ফুটবলপ্রেমীদের। গত শনিবার কলকাতা ফুটবল লিগে এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজিত হয়েছিল কল্যাণীর বুকে। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে একটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে ইস্টবেঙ্গল। ডেভিড লালহানসাঙ্গার গোল বদলে দেয় সমস্ত কিছু।

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলে ও শেষ রক্ষা করতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে জয়ের সরণিতে থাকার পর ফের ধাক্কা খেল ডেগি কার্ডোজোর ছেলেরা। অন্যদিকে, বিরাট ব্যবধানে জয়ের মধ্য দিয়ে সিএফএল তথা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করলেও শেষ কয়েকটি ম্যাচে যথেষ্ট পয়েন্ট নষ্ট করতে হয়েছিল বিনো জর্জের ইস্টবেঙ্গলকে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল ময়দানের এই প্রধানের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। ম্যাচের সেরা নির্বাচিত হন বাঙালি ফুটবলার সায়ন ব্যানার্জি।

   

East Bengal Sayan Banerjee Heroics and Hilsa Celebration Steal Kolkata Derby Spotlight

Advertisements

পরবর্তীতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার হিসেবে পাঁচ হাজার টাকার চেকের পাশাপাশি একটি বিরাট ইলিশ মাছ নিয়ে সেলিব্রেশনের (Hilsa Celebration) মেজাজে ধরা দেন সায়ন। যা সহজেই মন জয় করেছে ইস্টবেঙ্গল সমর্থকদের। তবে শুধুমাত্র সায়ন নন। পরবর্তীতে ড্রেসিংরুমে ইলিশ মাছ নিয়ে ফটোসেশন দেখা যায় দলের অন্যান্য ফুটবলারদের। যাদের মধ্যে ছিলেন কল্যাণীর বাসিন্দা তথা লাল-হলুদের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার প্রভাত লাকরা। এছাড়াও গোলরক্ষক দেবজিত মজুমদার থেকে শুরু করে এডমুন্ড লালরিন্ডিকা, মার্ক জোথানপুইয়া, জেসিন টিকে, ও তন্ময় দাসের মতো ফুটবলাররা।

ডার্বি জয়ের সুবাদে এবার ইলিশ নিয়ে মজেছে দলের ফুটবলাররা। কিছু ঘন্টা আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করে মশাল ব্রিগেড। সেই নিয়ে এখন মাতোয়ারা সকল সমর্থকরা।