ATK Mohun Bagan -এর এই ফুটবলারকে দলে নিতে পারে East Bengal

Amrinder Singh of ATK Mohun Bagan

জল্পনাটা তৈরি হয়েছিল কয়েক দিন আগেই৷ যখন দুই গোলকিপার বিশাল কেইথ এবং আর্শ আনোয়ার শে’কে মরশুম শুরু’র আগে স্পেনে প্রশিক্ষণ নিতে পাঠানো হলেও, অরমিন্দর সিংয়ের বেলায় অদ্ভুত উদাসীনতা দেখিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরপর থেকেই শুরু হয় এক দারুণ জল্পনা। পঞ্জাবের এই গোলকিপার’কে হয়তো আগামী মরশুমে দলে নাও রাখতে পারে সবুজ মেরুন শিবির।

Advertisements

সূত্রের খবর অনুযায়ী এই গোলকিপার’কেই এবার দলে পেতে চাইছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর অনুযায়ী এই গোলকিপারের লাল-হলুদে যোগদান করার ব‍্যাপার’টা একেবারে পাকা। তবে চুক্তি না মেটায় এখনও আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করতে পারছেনা এই ক্লাব। ইতিমধ্যে গতরশুমে লাল হলুদে খেলা গোলকিপার শংকর রায় যোগ দিয়েছেন মহামেডানে।

Advertisements

গত মরশুমের ক্লাব অধিনায়ক গোলকিপার অরিন্দম ভট্টাচার্য এখনও কোনও রকম নিশ্চয়তা প্রদান করেননি ক্লাবে যোগদান করার বিষয়৷ আর এই ব‍্যাপার গুলোও এই এটিকে মোহনবাগানের গোলকিপারের লা- হলুদে যোগদান করার সম্ভাবনা’কে আরও জোড়ালো করে তুলেছে।