রক্ষণভাগকে মজবুত করতে একাধিক ফুটবলার আনতে পারে মশালবাহিনী

ধবার থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলন করছে লাল-হলুদ ফুটবলাররা। প্রথমদিন…

East Bengal Can Strengthen Defense by Bringing in More Footballers: Key Strategy

ধবার থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলন করছে লাল-হলুদ ফুটবলাররা। প্রথমদিন থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে ক্লেটন সিলভা থেকে শুরু করে সাউল ক্রেসপো, রাওকিপ ও মার্ক জোথানপুইয়াদের। জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা ফুটবলারদের আরো কিছুদিন বাড়তি ছুটি দেওয়া হলেও আগামী কয়েকদিনের মধ্যেই অনুশীলনে যোগ দেবেন সকলে।

   

তবে প্রথম দিকে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি মূলত সিচুয়েশন প্র্যাকটিস করাতে দেখা গিয়েছিল কোচকে। গত বছর তার তত্ত্বাবধানেই কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ময়দানের এই হেভিওয়েট ফুটবল ক্লাব।

সেজন্য একাধিক বদল আনা হয়েছে দলের অন্দরে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডকে শক্তিশালী করতে আনা হয়েছে একাধিক তরুণ ফুটবলারদের দলে টেনেছে ম্যানেজমেন্ট। যা নিয়ে খুশি লাল-হলুদের হেডস্যার। তবে গতবারের হতাশাজনক রক্ষনভাগের কথা মাথায় রেখে আরো বেশকিছু ফুটবলারদের দলে টানতে চাইছেন তিনি।

সেজন্য, একাধিক তরুণ ফুটবলারদের উপর নজর রাখতে শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। আগের মরশুমের অনবদ্য পারফরম্যান্সের দরুন হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। এছাড়াও ফিরিয়ে আনা হতে পারে অজি ফুটবলার জর্ডন এলসেকে। কিন্তু রক্ষনভাগকে আরো মজবুত করতে দলে আনা হতে পারে একাধিক তরুণ ডিফেন্ডারকে।