Gary Hooper: বোর্ড গঠন হলেই আনুষ্ঠানিকভাবে হুপারের নাম ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল

Gary Hooper,

এখনও অবধি গঠন হয়নি ইস্টবেঙ্গলের আভ‍্যন্তরীন বোর্ড। তাই বিদেশি বাছাই থেকে শুরু করে ইতিমধ্যে সই করিয়ে ফেলা ফুটবলার, কোনও বিষয় এখনও সরকারি ভাবে কিছুই জানা যাচ্ছে না। ফুটবলার বাছাইয়ের যা খবর পাওয়া যাচ্ছে, তা শুধুমাত্র আভাস।

এমন একটা সময় ইংলিশ পেশাদার ফুটবলার Gary Hooper – এর নাম জড়িয়েছে লাল হলুদ ব্রিগেডের সাথে।কাল থেকে জোরকদমে আলোচনা চলছে এই ফুটবলার’কে।বিষয়টি’তে বাড়তি ইন্ধন জুগিয়েছে ট্রান্সফার মার্কেট।সেখানে ১০০ শতাংশ এই ফুটবলার আসতে চলেছে ইস্টবেঙ্গলে এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে।

   

৩৪ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড টটেনহ‍্যাম হটস্পারের ইউথ প্রোডাক্ট।বর্ণময় কেরিয়ারে খেলেছিলেন সেল্টিক,নরউইচ সিটির মতো ইংল্যান্ডের প্রথম সারির ক্লাবে।ভারতে এর আগে ২০২০-২১ মরশুমে কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন তিনি,সেখানে ১৮ ম‍্যাচে করেছিলেন ৫ গোল।শেষ মরশুমে খেলছিলেন ওয়েলিংটন ফিনিক্সে,সেখানে ১৪ ম‍্যাচ খেলে গোল করেছেন ৪ টি।

হুপার নিজে বিদেশি, ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের দর্শনে তাই তার খেলতে কোনও প্রকার অসুবিধা হওয়ার কথা নয়।কেরিয়ারের একেবারে সায়াহ্নে এসে পৌঁছনোয় তার আর্থিক চাহিদা মেটাতে ইমামি’র খুব যে বিশেষ একটা সমস্যা হবে, এমনটা নয়‌।কিন্তু গোটা বিষয়টি একেবারেই প্রাথমিক স্তরেই লটকে থাকবে যতোক্ষন না বোর্ড গঠন হচ্ছে।তবে হুপার ইস্টবেঙ্গলে আসলে নিঃসন্দেহে একটা বিরাট ব‍্যাপার হতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন