HomeSports Newsঅনুশীলনের প্রথম দিন থেকেই চনমনে মেজাজে মশালবাহিনী

অনুশীলনের প্রথম দিন থেকেই চনমনে মেজাজে মশালবাহিনী

- Advertisement -

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024 ) অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। কান্তিরাভা স্টেডিয়ামে তাঁদের সেই ম্যাচ খেলতে হবে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। যা নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ সকলের কাছে। ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি যে ঠিক কতটা ভয়ঙ্কর সেটা ভালো মতোই জানেন কার্লেস কুয়াদ্রাত। একটা সময় এই দলকেই আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। বর্তমানে বদলে গিয়েছে পরিস্থিতি।

   

নয়া আইএসএলের মরসুমে নিজের প্রাক্তন দলের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলতে নামবে তাঁর দল। সবদিক মাথায় রেখেই অনুশীলন করাচ্ছেন স্প্যানিশ কোচ। তবে ডুরান্ড পরবর্তী সময় বেশ কিছুদিন ছুটি ছিল দলের সকল ফুটবলারদের। তবে গত মঙ্গলবার থেকেই আইএসএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কুয়াদ্রাত। তবে জাতীয় শিবির থাকায় এদিন উপস্থিত ছিলেননা জিকসন সিং, প্রভসুখান সিং গিল, আনোয়ার আলি, নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার সেকার।

এই পাঁচ ফুটবলারের অনুপস্থিতিতেই অনুশীলন শুরু করেছেন কোচ। প্রথমদিন থাকায় খুব একটা জোরদার অনুশীলন করেননি দলের ফুটবলাররা। মূলত সিচুয়েশন প্র্যাকটিসের পাশাপাশি দলের ফুটবলারদের দুইটি দলে ভাগ করে প্রাকটিস ম্যাচ খেলান লাল-হলুদ হেড কোচ। এছাড়াও শেষের দিকে বাড়তি প্রস্তুতি নিতে দেখা যায় অধিনায়ক ক্লেটন সিলভা সহ সাউল ক্রেসপোকে।

যতদূর জানা গিয়েছে, আগামী বেঙ্গালুরু ম্যাচ খেলতে উড়ে যাওয়ার আগে পর্যন্ত নিজেদের ক্লাবের মাঠেই অনুশীলন করবেন দলের ফুটবলাররা‌। অর্থাৎ লাল-হলুদ ক্লাব গ্ৰাউন্ড থেকেই বেঙ্গালুরু বধের ছক কষবেন কার্লেস কুয়াদ্রাত। এই বছর ডুরান্ড কাপে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও আইএসএলে নিজেদের সেরাটা দিতে মরিয়া ক্লেটনরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular