ট্রান্সফার সার্টিফিকেট মেলায় মাঠে নামতে বাঁধা নেই লাল-হলুদের এই দুই বিদেশির

পাঁচ গোলের ব্যবধানে বিরাট জয় দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। সাউথ ইউনাইটেড এফসির বিপক্ষে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে…

East Bengal FC Kicks Off Durand Cup 2025

পাঁচ গোলের ব্যবধানে বিরাট জয় দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। সাউথ ইউনাইটেড এফসির বিপক্ষে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গতবার খুব ভালো পারফরম্যান্স না থাকলেও এবার অস্কার ব্রুজনের হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। হাতে রয়েছে এখনও কয়েকদিন তারপর আগামী ৬ই আগস্ট ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হবে ইন্ডিয়ান এয়ারফোর্স দলের বিরুদ্ধে।

সেই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখাই এখন অন্যতম লক্ষ্য ময়দানের এই প্রধানের। বলাবাহুল্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দলের নবাগত ফুটবলারদের পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছে সকল ফুটবলপ্রেমীদের। বিদেশি তারকা মহম্মদ রশিদ থেকে শুরু করে ভারতীয় তারকা বিপিন সিং এবং মার্তন্ড রায়নার মতো খেলোয়াড়দের সক্রিয়তা ও ছিল যথেষ্ট প্রশংসনীয়। তবে সেখানেই শেষ নয়। দলের বাকি বিদেশি ফুটবলারদের দলের জার্সিতে মাঠে দেখতে মরিয়া সকলে। এক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলের মাঠে নামার অপেক্ষায় সমর্থকরা।

   

তবে ট্রান্সফার সার্টিফিকেট না মেলায় প্রথম ম্যাচে তাঁদের মাঠে নামাতে পারেনি ম্যানেজমেন্ট। কিন্তু মনে করা হচ্ছিল আসন্ন দ্বিতীয় ম্যাচের আগেই মিটে যাবে সেই সমস্যা। যারফলে সব ঠিকঠাক থাকলে মাঠে নামতে হয়তো খুব একটা সমস্যা হবে না তাঁদের। সেটাই হল এবার। অবশেষে সপ্তাহের প্রথম দিনেই এসে গেল সেই বহু প্রতীক্ষিত ট্রান্সফার সার্টিফিকেট। যারফলে ডুরান্ড খেলতে আর বাঁধা নেই এই দুই তারকা বিদেশি ফুটবলারদের। কিন্তু এখনই তাঁদের মাঠে নামানো হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। মনে করা হচ্ছে এয়ারফোর্স ম্যাচের দ্বিতীয়ার্ধে তাঁদের মাঠে নামিয়ে পরখ করে নিতে পারেন অস্কার ব্রুজন‌‌‌।

Advertisements

যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। আগামী কয়েকদিনের অনুশীলনের পরেই হয়তো এই দুই ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাজাবেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।