HomeSports NewsEast Bengal: লাল-হলুদের সঙ্গে যুক্ত হলেন এই তরুণ ফরোয়ার্ড, খেলবেন সেমিফাইনাল?

East Bengal: লাল-হলুদের সঙ্গে যুক্ত হলেন এই তরুণ ফরোয়ার্ড, খেলবেন সেমিফাইনাল?

- Advertisement -

কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে এবারের ফুটবল মরশুম। শুরুটা অনবদ্য করলেও শেষটা একেবারেই মধুর ছিল না। আইএসএলের প্লে-অফের সুযোগ থাকলেও পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal) ‌ তবুও কলিঙ্গ সুপার কাপ জয় করার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সমর্থকদের মধ্যে।

তবে সেই খেতার জয়ের ফলে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আবারও অংশ নেবে মশাল ব্রিগেড। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাব। নতুন সিজনে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাদিহ তালালকে। এছাড়াও নিজেদের দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

   

East Bengal: মরসুম শেষ হলেও ছুটি নেই হিজাজি মাহেরের, নিজে দিলেন আপডেট

পাশাপাশি ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্যে দল বদলের বাজারে যথেষ্টই সক্রিয় রয়েছে ইমামি ম্যানেজমেন্ট। প্রভাত লাকরা থেকে শুরু করে ডেভিড লালাসাঙ্গার মতো ফুটবলার আগেই নিশ্চিত হয়ে গিয়েছে এই ফুটবল দলে। এছাড়াও রয়েছেন সাজির মতো প্রতিভাবান ফুটবলার। পাশাপাশি বেশ কিছু ফুটবলারদের দলের পেতে টুর্নামেন্টের অন্যান্য ক্লাবগুলি সঙ্গে লড়াই চালাচ্ছে ইস্টবেঙ্গল।

এসবের মাঝেই কেরালার এক তরুণ ফরোয়ার্ডকে দলে টেনে নিল লাল-হলুদ ব্রিগেড। তিনি মোহাম্মদ নাসিফ পি। উল্লেখ্য, এবারের এই কিউট ডেভেলপমেন্ট লিগের স্কোয়াডে বছর উনিশের এই ফুটবলারকে যুক্ত করেছে কলকাতা ময়দানের এই প্রধান।

East Bengal: সেমিফাইনালের আগে ছেলেদের উজ্জ্বীবিত করলেন বিনো

যতদূর খবর, আজকের এই সেমিফাইনাল ম্যাচে রিসার্ভ বেঞ্চে থাকতে পারেন এই ফুটবলার। প্রয়োজন মনে করলে মূথুট ফুটবল অ্যাকাডেমির বিপক্ষে তাকে নামাতে পারেন দলের কোচ‌। যা নিয়ে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে শেষ পর্যন্ত লাল-হলুদ আদৌ ফাইনালে উঠতে সক্ষম থাকে কিনা এখন সেটাই দেখার বিষয়।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular