বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ২-১ গোলে হারের পরে ইস্টবেঙ্গল এফসির (East Bengal) সহকারী কোচ বিনো জর্জ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। খেলায় ভুল হচ্ছে সে কথা তিনি স্বীকার করেছেন। সেই সঙ্গে দিয়েছেন সাউল ক্রেসপোর মেডিক্যাল আপডেট।
বিষ্ণু পিভির ৩২ সেকেন্ডের বাঁ পায়ের শটে কিক অফের ঠিক পরেই লিড নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে হাফটাইমের ঠিক আগে দিয়েগো মরিসিওর নিখুঁত স্পট কিকে স্কোরলাইনে সমতা ফেরে ওড়িশা এফসি। এরপর ৬১ মিনিটে প্রিন্সটন রেবেলো ওড়িশা এফসির হয়ে জয় সূচক গোলটি করেন।
ম্যাচের পর বিনো জর্জ স্বীকার করেছেন যে তাঁর দলের খেলোয়াড়দের তাদের আসন্ন ম্যাচগুলিতে ভুলগুলি সংশোধন করা উচিৎ। তবে তিনি কেরালায় জন্মগ্রহণকারী তরুণ উইঙ্গার বিষ্ণু পিভির জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
“আমরা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি এবং আমরা আমাদের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করছি। শুরু থেকেই খেলা শুরু করেন বিষ্ণু পিভি ও ভিপি সুহের। বিষ্ণু পিভি গোল করেছে, যা ওকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাবে।”
কলিঙ্গ ওয়ারিয়র্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসি তাদের শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছিল। এই ম্যাচের ডাগ আউটে উপস্থিত ছিলেন না ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রত। ফলত তাদের খেলায় কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। এ প্রসঙ্গে জর্জ বলেন, “মাত্র তিন দিন আগে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে আমরা ক্লান্তিকর ম্যাচ খেলেছি। কোচ অন্য খেলোয়াড়দের খেলার সময় দিতে চেয়েছিলেন, যারা এখন পর্যন্ত খুব বেশি খেলার সময় পায়নি।”
গত ৩ ফেব্রুয়ারি কলকাতা ডার্বিতে চোট পাওয়া স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো তখন থেকেই মাঠের বাইরে। তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য আপডেট জানিয়ে তিনি বলেন, “সাউল ক্রেসপোর চিকিৎসা চলছে। দেখা যাক কী হয়। ও দলের সঙ্গে নিজেকে উপভোগ করছে।”