সার্থক ও কমলজিৎকে বিদায় জানাল ইস্টবেঙ্গল, কোথায় গেলেন দুই ফুটবলার?

গত কয়েক মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) ভরসার মুখ হয়ে উঠেছিলেন সার্থক গোলুই এবং কমলজিৎ সিং (Sarthak Golui and Kamaljit Singh)। দলের পারফরম্যান্স খুব একটা…

Sarthak Golui and Kamaljit Singh

গত কয়েক মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) ভরসার মুখ হয়ে উঠেছিলেন সার্থক গোলুই এবং কমলজিৎ সিং (Sarthak Golui and Kamaljit Singh)। দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই দুই ফুটবলার। এমনকি শেষ মরসুমে দলের সুপার কাপ জয়ের ক্ষেত্রেও ভূমিকা ছিল তাঁদের। কিন্তু ইস্টবেঙ্গল এখন অতীত। আসন্ন ফুটবল লিগে অন্য দলের হয়েই খেলতে দেখা যাবে মশাল ব্রিগেডের এই ফুটবলারদের। আগেই মিলেছিল সেই ইঙ্গিত।

   

অবশেষে শুক্রবার সন্ধ্যার নিজেদের সোশ্যাল সাইট থেকে সার্থক ও কমলজিৎকে বিদায় ময়দানের এই প্রধান।সেইসাথে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও জানানো হয় লাল-হলুদের তরফে। পূর্বেই জানা গিয়েছিল, নয়া মরসুমের জন্য ওডিশা এফসিতে যোগদান করবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক কমলজিৎ সিং। সেইমতো গত কয়েকদিন আগেই সার্জিও লোবেরার তত্ত্বাবধানে ওডিশা দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

সব ঠিকঠাক থাকলে আগত আইএসএলে জগন্নাথের রাজ্যের এই ক্লাবের হয়েই খেলতে নামবেন কমলজিৎ। অপরদিকে ইমামি ইস্টবেঙ্গল ছেড়ে ইন্টার কাশীতে যোগদান করেছেন ডিফেন্ডার সার্থক গোলুই। যারফলে নয়া আইলিগে বারাণসীর এই ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা বছর ছাব্বিশের ফুটবলারকে। তাঁর উপস্থিতিতে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে ইন্টার কাশীর রক্ষণভাগ।

অপরদিকে আইএসএল মরসুমের কথা মাথায় রেখে নয়া ডিফেন্ডারের খোঁজে ছিল ইস্টবেঙ্গল। এক্ষেত্রে দেশের বেশকিছু তরুণ ফুটবলারদের দিকে নজর থাকলেও তা নিয়ে এখনও পর্যন্ত উঠে আসেনি কোনও তথ্য। যতদূর জানা গিয়েছে, রক্ষণভাগকে মজবুত করতে রিজার্ভ দলের বেশকিছু ফুটবলারদের সিনিয়র দলে প্রমোট করতে পারে লাল-হলুদ শিবির।