আগামী মাসেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্স। ৯ ই এবং ১৪ই অক্টোবর শক্তিশালী সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করতে নামবে খালিদ জামিলের ছেলেরা। গত কাফা নেশনস কাপের তুলনায় এবারের লড়াই যে অনেকটাই কঠিন হবে সেটা ভালো মতোই জানেন সকলে। তাই আগে থেকেই বেঙ্গালুরুর বুকে প্রস্তুতি শুরু করেছে জাতীয় দলের ফুটবলাররা। সেইমতো বেশ কয়েক সপ্তাহ আগেই ৩০ টন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পরবর্তীতে আরও কয়েকজন ফুটবলারকে ডেকে পাঠান খালিদ।
তবে এখনও পর্যন্ত জাতীয় শিবিরে যোগদান করেননি একাধিক ক্লাবের ফুটবলাররা। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী শনিবার থেকেই জাতীয় শিবিরে যোগদান করতে চলেছেন পাঞ্জাব এফসির ফুটবলাররা। এছাড়াও জানা গিয়েছে, আগামী ২৮শে অক্টোবর থেকে জাতীয় শিবিরে যোগদান করতে চলেছেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ফুটবলাররা। উল্লেখ্য, খালিদ জামিলের তত্ত্বাবধানে গত নেশনস কাপে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন আনোয়ার আলি থেকে শুরু করে জিকসন সিং এবং মহেশ সিংয়ের মতো ফুটবলাররা।
তাঁদের উপর এবার ও যথেষ্ট প্রত্যাশা থাকবে সকলের। এছাড়াও আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে জাতীয় শিবিরে যোগদান করবেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। তাঁদের নিয়েই আপাতত অনুশীলন চলবে অনুশীলন। তারপর আগামী এসিএল টায়ার টুয়ের ম্যাচ খেলার পর জাতীয় শিবিরে যোগদান করবেন মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়ার ফুটবলাররা। আগামী ৩০শে সেপ্টেম্বর ইরানের শক্তিশালী ফুটবল ক্লাব সেপাহন এফসির বিপক্ষে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। পাশাপাশি ১লা অক্টোবর এফসি ইস্তিকাবলের বিপক্ষে খেলবে মানোলো মার্কুয়েজের গোয়া।
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল ভারতের দুই ফুটবল ক্লাবকে। সেই হতাশা কাটিয়েই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ফুটবলারদের।
❓ FAQs
Q1. AFC Asian Cup 2025 Qualifiers-এ ভারতের প্রতিপক্ষ কে?
👉 সিঙ্গাপুর, ৯ এবং ১৪ অক্টোবর ম্যাচ অনুষ্ঠিত হবে।
Q2. পাঞ্জাব এফসির ফুটবলাররা কবে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন?
👉 শনিবার থেকে তাঁরা জাতীয় শিবিরে যোগ দিয়েছেন।
Q3. ইস্টবেঙ্গল ফুটবলাররা কবে থেকে জাতীয় শিবিরে যোগ দেবেন?
👉 আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে।
Q4. বেঙ্গালুরু এফসির ফুটবলাররা কবে যোগ দেবেন?
👉 ২৯শে সেপ্টেম্বর থেকে জাতীয় শিবিরে যোগ দেবেন।
Q5. মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার ফুটবলাররা কবে যোগ দেবেন?
👉 তাঁদের এএফসি চ্যাম্পিয়নস লিগ ম্যাচের পর শিবিরে যোগ দেওয়ার কথা।
Q6. মোহনবাগান ও এফসি গোয়া কবে ACL ম্যাচ খেলবে?
👉 মোহনবাগান ৩০ সেপ্টেম্বর সেপাহনের বিপক্ষে, আর এফসি গোয়া ১ অক্টোবর ইস্তিকাবলের বিপক্ষে খেলবে।
Q7. জাতীয় দলের কোচ বর্তমানে কে?
👉 খালিদ জামিল, যিনি সম্প্রতি দলের দায়িত্ব নিয়েছেন এবং ভালো ফলও এনে দিয়েছেন।
Q8. গত কেফা নেশনস কাপে ভারতের পারফরম্যান্স কেমন ছিল?
👉 সীমিত শক্তি নিয়েও শক্তিশালী ওমানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত।
🔑 Indian football camp 2025, East Bengal players India squad, Bengaluru FC players national camp, AFC Asian Cup India preparation