বিনোর তত্ত্বাবধানে অনুশীলন মশালবাহিনীর, দেখা গেল না দুই বিদেশিকে

দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। বর্তমানে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের দায়িত্ব পালন করছেন বিনো জর্জ (Bino George)। অর্থাৎ তাঁর তত্ত্বাবধানেই এবার হয়তো আইএসএলের কয়েকটা ম্যাচ…

East Bengal Coach Bino George Confident

দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। বর্তমানে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের দায়িত্ব পালন করছেন বিনো জর্জ (Bino George)। অর্থাৎ তাঁর তত্ত্বাবধানেই এবার হয়তো আইএসএলের কয়েকটা ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। সূচি অনুযায়ী আগামী ৫ই অক্টোবর টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ। যেখানে লড়াই করতে হবে শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। হাতে সময় খুবই অল্প। তাই সোমবার থেকেই বিনোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিল গোটা দল।

ঘুরে দাঁড়ানোই এখন অন্যতম চ্যালেঞ্জ সকলের কাছে। অপরদিকে জুনিয়র দল থেকে সিনিয়র দলে প্রমোট হওয়ার পর আজ থেকেই অনুশীলনে যোগদান করলেন হীরা মন্ডল। প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় এই বাঙালি ডিফেন্ডারকে। সব ঠিকঠাক থাকলে আনোয়ার আলি এবং হেক্টর ইউস্তেদের সঙ্গে খুব শীঘ্রই আইএসএল খেলতে দেখা যাবে তাঁকে। সেইজন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন হীরা। এছাড়াও সোমবার জোরকদমে অনুশীলন করতে দেখা গেল নন্দকুমার সেকার থেকে শুরু করে একাধিক ভারতীয় ফুটবলারদের।

   

তবে এদিন অনুশীলনে দেখা গেল না ইস্টবেঙ্গলের দুই দাপুটে বিদেশিকে। যাদের মধ্যে রয়েছেন অধিনায়ক সাউল ক্রেসপো এবং গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। উল্লেখ্য, গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স থাকলেও এবার প্রথম থেকেই যথেষ্ট অফ কালার থেকেছেন ডায়মান্তাকস। যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। অন্যদিকে সাউল ক্রেসপো নিজের ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনও সেভাবে নজর কারতে পারেননি তিনি।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল হোক কিংবা এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের প্রিলিমিনারী ম্যাচ, নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ থেকেছেন গত আইএসএলের এই সোনার বুট জয়ী। সেইসঙ্গে রয়েছে চোটের সমস্যা। যারফলে গোলের মুখ খুলতে কার্যত কালঘাম ছুঁটছে লাল-হলুদের। এছাড়াও হিজাজি মাহের থেকে শুরু করে আনোয়ার-হেক্টরের মতো ডিফেন্ডার দলে থাকলেও রক্ষণভাগ চিন্তায় ফেলছে সকলকে। এই পরিস্থিতিতে হীরা মন্ডল দলে আসায় এখন তাঁর দিকেই নজর থাকবে সকলের।