শিশিরের চার গোলে ইয়ং চ্যাম্পসের বিরুদ্ধে ঝড় তুলল মশাল ব্রিগেড

এআইএফএফ জুনিয়র লিগ ২০২৪-২৫-এর অনূর্ধ্ব-১৫ (AIFF U-15 Junior League) বিভাগে এক নজরকাড়া হাই-স্কোরিং ম্যাচে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ৬-৪ ব্যবধানে হারাল রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে…

East Bengal FC in AIFF U-15 Junior League Final Round

এআইএফএফ জুনিয়র লিগ ২০২৪-২৫-এর অনূর্ধ্ব-১৫ (AIFF U-15 Junior League) বিভাগে এক নজরকাড়া হাই-স্কোরিং ম্যাচে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ৬-৪ ব্যবধানে হারাল রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে (Reliance Foundation Young Champs)। ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’র এই লড়াই অনুষ্ঠিত হয় জামশেদপুরের (Jamshedpur) ফ্লাটলেট গ্রাউন্ডে (Flatlet Ground), যেখানে দুই দলের আক্রমণাত্মক ফুটবল দর্শকদের নজর কেড়ে নেয়।

গতবছরের ভাগ্য ঝুলছে আদালতে, কলকাতা লিগের নয়া নিয়মে সিলমোহর দিল IFA

   

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ২১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন শিশির সরকার। কিন্তু মাত্র দুই মিনিটের মাথায় রিলায়্যান্সের হয়ে সমতা ফেরান শুভ্রজিৎ প্রামাণিক। এরপর ৩৮ মিনিটে আরও একবার গোল করে রিলায়্যান্সকে এগিয়ে দেন শুভ্রজিৎ। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান শিশির (৪৫+১’)।

বিরাট-রোহিতের অবসরে ইংল্যান্ড সফরে প্রত্যাবর্তন দুই তারকা প্রাক্তনীর!

দ্বিতীয়ার্ধে খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ৫০ মিনিটে সুরজিৎ মান্ডি গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। কিন্তু রিলায়্যান্সও ছেড়ে দেয়নি। ৬৭ মিনিটে আইমান বিলালপম গোল করে ম্যাচে ফেরে দলটি। তবে এরপর ইস্টবেঙ্গলের হয়ে ফের জ্বলে ওঠেন শিশির সরকার। ৭৮ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং ৮৮ মিনিটে আরও এক গোল করে ব্যবধান বাড়ান। যদিও ৭৯ মিনিটে রিলায়্যান্সের হয়ে রাজবীর মণ্ডল একটি গোল করেন, তাতে শেষরক্ষা হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪’) রমিত দাসের গোল ম্যাচের সিলমোহর বসিয়ে দেয়।

চারটি গোল করে ইস্টবেঙ্গলের তরুণ ফরোয়ার্ড শিশির সরকার ম্যাচের নায়ক হয়ে ওঠেন। তাঁর দক্ষতা, গতি এবং গোল করার ক্ষমতা রিলায়্যান্সের রক্ষণভাগকে একাধিকবার বিভ্রান্ত করে। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে তাঁকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।

KKR ম্যাচের আগেই ‘বিরাট’ সুখবর কোহলিদের

এই জয়ে ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল ইস্টবেঙ্গল এফসি। তাদের আগামী ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই সুগম হবে। দেশের ফুটবলের ভবিষ্যৎ এই তরুণ ফুটবলারদের হাতেই যে সুরক্ষিত, আজকের ম্যাচ সেই বার্তাই পৌঁছে দিল ফুটবলপ্রেমীদের কাছে।