Home Sports News ছোটদের ডার্বিতে লাল-হলুদের দাপট, বাগানকে হারাল ইস্টবেঙ্গল

ছোটদের ডার্বিতে লাল-হলুদের দাপট, বাগানকে হারাল ইস্টবেঙ্গল

east-bengal-beat-mohun-bagan-u18-derby-elite-league

আগামী মাসেই শুরু হচ্ছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা‌ আইএসএল। যেটা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে সকলকে। সেইমতো নিজেদের প্রস্তুত করতে শুরু করেছে অধিকাংশ ফুটবল দল। এবার এই সর্বভারতীয় ফুটবল লিগের ম্যাচ সংখ্যা কম থাকায় লড়াই যে কতটা কঠিন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এসবের মাঝেই ডার্বি জয়ের হাওয়া লাল-হলুদ শিবিরে (East Bengal)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অনূর্ধ্ব ১৮ এলিট লিগের ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল ছোটরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisements

সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। এদিন গোল পেলেন চিসাম ইহায়িয়া এবং প্রীতম গায়েন। এই জয় নিঃসন্দেহে অনেকটাই মাইলেজ দেবে দলের ফুটবলারদের। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছিল দুই দলের মধ্যে। বেশ কয়েকবার আক্রমণ প্রতিআক্রমণে উভয় দল উঠে আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তবে প্রথমার্ধের শেষ লগ্নে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল বাগানের এক ফুটবলারকে। যা নিঃসন্দেহে অ্যাডভান্টেজ ছিল ইস্টবেঙ্গলের কাছে।

   

দ্বিতীয়ার্ধের প্রথমদিকেই গোল তুলে নেয় মশাল ব্রিগেড। তারপর ফ্রি কিক থেকে পুনরায়নের সুযোগ আসলেও সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে পরবর্তীতে একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু কাজে লাগানো সম্ভব হয়নি। বরং সুযোগ বুঝে ব্যবধান বাড়িয়ে যান প্রীতম। তারপর আর ম্যাচে ফেরার সম্ভব হয়নি বাগানের।

Advertisements