দাপুটে জয়ে মশাল জ্বালিয়ে সুপার সিক্সের পৌঁছল ইস্টবেঙ্গল

কলকাতা লিগের (CFL 2025) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কালীঘাট মিলন সংঘকে (Kalighat Milan Sangha) ৩-১ গোলে হারিয়ে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করল ইস্টবেঙ্গল (East…

East Bengal beat Kalighat Milan Sangha by 3-1 with qualify to super six of CFL 2025

কলকাতা লিগের (CFL 2025) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কালীঘাট মিলন সংঘকে (Kalighat Milan Sangha) ৩-১ গোলে হারিয়ে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন জয়ের ফলে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল বিনো জর্জের ছেলেরা। অন্যদিকে, সুপার সিক্সে জায়গা না পেয়ে এবারের মতো লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ন্ট।

নৈহাটি স্টেডিয়ামে শুক্রবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে লাল-হলুদের দল। প্রথম একাদশে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে রেখে কোনও ঝুঁকি নেননি কোচ বিনো জর্জ। সেই আস্থার দামও দিয়েছে দল। ম্যাচের ২৫ মিনিটে ডেভিড লালহানসাঙ্গা প্রথম গোলটি করে মশাল ব্রিগেডকে এগিয়ে দেন। এই গোলটি আসে পিভি বিষ্ণুর পাস থেকে। যদিও এর আগেও একাধিক সুযোগ পেয়েছিলেন বিষ্ণু ও ডেভিড, তবে কাজে লাগাতে পারেননি।

   

প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি দুই দল। তবে দ্বিতীয়ার্ধে নেমেই কার্যত ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে নেয় ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে বদলি হিসেবে নামা গুইতে দ্বিতীয় গোলটি করেন ডেভিডের বাঁদিক থেকে বাড়ানো ক্রস থেকে। মাঝমাঠে বল কন্ট্রোল, পাসিং ও আক্রমণে গুইতের পারফরম্যান্স ছিল নজরকাড়া। তিনি বর্তমানে দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছেন।

৬৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় কালীঘাট মিলন সংঘ। গোল করেন দেবদত্ত। তবে ওই একটাই গোলই ছিল কালীঘাটের সান্ত্বনা। ইস্টবেঙ্গলের রক্ষণে প্রভাত লাকরা ও গোলরক্ষক দেবজিৎ মজুমদার গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে রক্ষা করেছেন। বিশেষ করে ৮৫ ও ৮৬ মিনিটে পরপর দুটি আক্রমণে গোল হওয়া থেকে দলকে বাঁচান লাকরা।

ম্যাচের ৮৭ মিনিটে চূড়ান্তভাবে ম্যাচে সিলমোহর দেন শ্যামল বেসরা। পিভি বিষ্ণুর পাস থেকে বক্সের বাইরে থেকে দুরন্ত প্লেসিং শটে ম্যাচের সেরা গোলটি করেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ডেভিড, গুইতে ও শ্যামল। কালীঘাটের হয়ে একমাত্র গোলটি আসে দেবদত্তর পেনাল্টি থেকে।

Advertisements

এদিনের ম্যাচে জয়ের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ২৩, যা গ্রুপের সর্বোচ্চ। এর ফলে তারা সরাসরি চলে গেল কলকাতা লিগের সুপার সিক্সে। বিগত বছর কলকাতা লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল ইস্টবেঙ্গল, আর এবছরও যেন তারা সেই ধারাবাহিকতাই বজায় রাখছে। আসন্ন সুপার সিক্সে ইস্টবেঙ্গল সহ গ্ৰুপ ‘এ’ থেকে কলকাতা কাস্টমস, পুলিশ এসি, ও সুরুচি সংঘের মধ্যে কোন দল পৌঁছায়, সেদিকেই এখন দেখার।

East Bengal beat Kalighat Milan Sangha by 3-1 with qualify to super six of CFL 2025