East Bengal: ব্রিটিশ গোল মেশিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ কর্তারা

ashley mark coffey

ব্রাজিলের এলিয়ান্দ্রোর পরিবর্তে একজন ইংল‍্যান্ডের স্ট্রাইকার দলে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal),এমনটাই জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো ময়দানে। এমন সময় বেশ কিছু মাধ‍্যম থেকে দাবি করা শুরু করেন ইস্টবেঙ্গল দল নাকি কথা বার্তা চালাচ্ছে ২৯ বছর বয়সী ব্রিটিশ স্ট্রাইকার অ্যাসলে মার্ক কফির সাথে।

শোনা যাচ্ছে বর্তমানে দুই পক্ষের মধ্যে কথাবার্তা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাসলে মার্ক কফিকে (Ashley Mark Coffey) লাল হলুদের জার্সি গায়ে দেখার সম্ভাবনা এখন প্রবল।

   

বর্তমানে এই ফুটবলার ফ্রি এজেন্ট।এই আক্রমন ভাগের ফুটবলারের বর্তমান মার্কেট ভ‍্যালু ২.১০ কোটি টাকা। ক্লাব কেরিয়ারে চারটি ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে।২ ০১৯-১৯ মরশুমে তার ক্লাব কেরিয়ার শুরু হয়। ৮০ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার ক্লাব ফুটবলে।৮০ ম‍্যাচে দাপুটে ফুটবল খেলেছিলেন, করেছেন ৪৫ টা গোল।আছে সাতটি অ্যাসিস্ট।তাই তিনি যে দাপুটে ফুটবলার গুনগত দিক থেকে সেই কথা বলাই বাহুল্য।তাই সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এই ফুটবলার কে লাল হলুদের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন