Charalambos Kyriakou: কিরিয়াকুকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে ক্লাবের (East Bengal) আরও দুই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার বদল হতে চলেছে। তারা হলেন কিরিয়াকু (Charalambos Kyriakou) এবং আলেক্স লিমা।

Charalambos Kyriakou challenge to Hyderabad

ইস্টবেঙ্গলে ক্লাবের (East Bengal) আরও দুই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার বদল হতে চলেছে। তারা হলেন কিরিয়াকু (Charalambos Kyriakou) এবং আলেক্স লিমা।ইতিমধ্যে অনেক সমর্থকেরা দাবি তুলেছিলো আলেক্স লিমাকে ছেড়ে দেওয়ার।

কিরিয়াকু ডিফেন্স পজিশনে খেলবেন বলে এসেছিলেন।কিন্তু তাকে খেলানো হচ্ছে মাঝমাঠে।লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনের পছন্দ অনুযায়ী এটিকে মোহনবাগানের মাঝমাঠে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছেন কিরিয়াকু।ইস্টবেঙ্গলের অত‍্যন্ত ভালো মানের এই বিদেশি ফুটবলার চোটের কবলে পড়েছেন।বেশ কিছু ম‍্যাচের আগে চোখে চোট পান।পরবর্তী সময়ে চোট পান গোড়ালিতে।টানা এই দুই চোট পাওয়ার ফলে খানিকটা বিধ্বস্ত অবস্থায় আছেন কিরিয়াকু।

Advertisements

এইমুহুর্তে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট কিরিয়াকুর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তার চোটের ব‍্যাপারে আপডেট পেতে।এরপর তাকে ছেড়ে দেওয়ার ব‍্যাপারে সিদ্ধান্ত নিতে পারে তারা।আলেক্স লিমাকে ছাড়ার বিষয়টি স্পষ্ট প্রায়।কিন্তু কিরিয়াকু কে ছাড়লে আইএসএলে খেলা অভিজ্ঞ কোনও ডিফেন্ডার কে দলে নেবে ইস্টবেঙ্গল।এক্ষেত্রে তাদের তালিকায় একাধিক নাম আছে।শোনা জামশেদপুর এফসির অফ ফর্মে থাকা ব্রিটিশ ডিফেন্ডার পিটার হার্টলের নাম।