ভালো ফলের আশায় প্রাক্তন ফুটবলারের হাতে বড় দায়িত্ব দিল মশাল ব্রিগেড

East Bengal Appoints Sandeep Nandi as Goalkeeper Coach for Upcoming Season

আসন্ন মরসুমে সাফল্যের লক্ষ্যে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। কোচিং স্টাফে বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন সিজনের প্রস্তুতি নিচ্ছে কলকাতা ময়দানের এই প্রধান। এই আবহে ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ (Goalkeeper Coach) হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দীকে(Sandeep Nandi)। যিনি একসময় মাঠে নিজের দক্ষতায় ঝড় তুলেছিলেন।

Advertisements

সন্দীপ নন্দীর ফুটবল জীবনের শুরু ছিল শিশির ঘোষের প্রতি অগাধ ভালোবাসা দিয়ে। মোহনবাগানের এই কিংবদন্তি স্ট্রাইকারের মতো আকাশছোঁয়া জাম্প দিয়ে গোল করার স্বপ্ন দেখতেন তিনি। ছোটবেলায় তাঁর মনে দ্বন্দ্ব ছিল স্ট্রাইকার হবেন না গোলকিপার? তবে তাঁর শৈশবের কোচ গৌতম সরকারের পরামর্শে শেষ পর্যন্ত গোলকিপার হিসেবেই ক্যারিয়ার গড়েন। বর্ষীয়ান কোচ অমল দত্ত একবার তাঁকে স্ট্রাইকার হিসেবে মাঠে নামালেও, ভাগ্যের লিখন অন্য ছিল। সন্দীপের দস্তানাওয়ালা হাত প্রতিপক্ষের নিশ্চিত গোল আটকে দিয়েছে বারবার। ভারতীয় জার্সি গায়ে ৫৪টি ম্যাচ খেলেছেন তিনি, জিতেছেন জাতীয় লিগ, আই লিগ। এমনকি ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

এবার সেই সন্দীপ নন্দী ফিরলেন তাঁর পুরনো ক্লাবে, তবে এবার ভিন্ন ভূমিকায়। এক বছরের চুক্তিতে তিনি ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হিসেবে যোগ দিয়েছেন। ফুটবলার হিসেবে তিনি ইস্টবেঙ্গল, মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মাহিন্দ্রা ইউনাইটেডের মতো ক্লাবগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর কোচিং ক্যারিয়ারও সমান উজ্জ্বল। নর্থ ইস্ট ইউনাইটেড, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেডের মতো ক্লাবে গোলকিপার কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। এবার ইস্টবেঙ্গলে ফিরে তাঁর লক্ষ্য লাল-হলুদের গোলকিপিং বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো এবং থাংবোই সিংটো সন্দীপের দক্ষতা পরীক্ষা করে তাঁকে দলে নিয়েছেন। তাঁদের সন্তুষ্ট করার পরই বর্ধমানের এই প্রাক্তন ফুটবলারের ইস্টবেঙ্গলে যোগদান নিশ্চিত হয়। ওয়াকিবহাল মহলের ধারণা, সন্দীপের অভিজ্ঞতা এবং কোচিং দক্ষতা ইস্টবেঙ্গলের গোলকিপিং বিভাগের ত্রুটিগুলো দূর করবে। তবে, দলে নতুন গোলকিপার নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।

Advertisements

সন্দীপের ফুটবল যাত্রা শুরু হয়েছিল বর্ধমান থেকে। তাঁর অ্যাথলেটিক চেহারা ছোটবেলা থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করত। শিশির ঘোষের মতো স্ট্রাইকার হওয়ার স্বপ্ন দেখলেও, কোচ গৌতম সরকারের পরামর্শে তিনি গোলকিপার হিসেবে ক্যারিয়ার গড়লেন। তাঁর প্রশস্ত হাতে প্রতিপক্ষের আক্রমণ আটকে যেত, আর সেই দক্ষতাই তাঁকে ভারতের অন্যতম সেরা গোলকিপারে পরিণত করে। মোহনবাগানের বিরুদ্ধে সোনালি শিবির ম্যাচ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। জাতীয় দল, জাতীয় লিগ, আই লিগ, আশিয়ান কাপ সন্দীপের ক্যারিয়ারে সাফল্যের অভাব নেই।

এবার কোচ হিসেবে তিনি ইস্টবেঙ্গলের গোলকিপিং বিভাগকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর অভিজ্ঞতা এবং কোচিং দক্ষতা তরুণ গোলকিপারদের মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে। ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সির সঙ্গে সন্দীপের সম্পর্ক যেন এক অবিচ্ছেদ্য বন্ধন। খেলোয়াড় হিসেবে তিনি এই ক্লাবকে বহু সাফল্য এনে দিয়েছেন। এবার কোচ হিসেবে তাঁর লক্ষ্য সেই ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের গোলকিপারদের তৈরি করা। অস্কার ব্রুজোর নেতৃত্বে ইস্টবেঙ্গলের এই নতুন অধ্যায়ে সন্দীপ নন্দী হতে পারেন সাফল্যের এক গুরুত্বপূর্ণ কাণ্ডারি।

East Bengal Appoints Sandeep Nandi as Goalkeeper Coach