চোট সমস্যার সমাধান ! ফিটনেস ইস্যুতে এবার ‘বড়’ চমক আনছে ইস্টবেঙ্গল

গতকালই প্রাক্তন মুম্বাই কোচ অস্কার ব্রুজোকে দলে এনে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল শিবির। মহাপঞ্চমীর রাতে নতুন কোচের ঘোষণা করে সমর্থকদের ‘ উৎসব’ উপহার দিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ।…

East Bengal Appoints Javier Sánchez as New Fitness Coach Amid Team Changes

গতকালই প্রাক্তন মুম্বাই কোচ অস্কার ব্রুজোকে দলে এনে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল শিবির। মহাপঞ্চমীর রাতে নতুন কোচের ঘোষণা করে সমর্থকদের ‘ উৎসব’ উপহার দিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ। এবার মহাষষ্ঠীর সকালে দেবীর বোধনের সাথে ‘ চোট সমস্যার জট ‘কাটাতে ফিটনেস বিভাগে বড় বদল আনলেন লাল হলুদ কর্মকর্তারা।

আসন্ন ডার্বির আগে প্রধান কোচ অস্কার ব্রুজোর পাশাপাশি ফিটনেস কোচ হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবে নিযুক্ত হলেন জেভিয়ার স্যাঞ্চেজ (“East Bengal new fitness coach)। প্রাক্তন বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ফিটনেস দেখার কাজে ব্রুজোর সাথেই নিযুক্ত ছিলেন তিনি। এবার জ্যাভিয়ার পিনিলজের বদলে তাঁকে দলে নিয়ে আসছে মশালবাহিনী।

   

বর্তমানে ফুটবলারদের চোট সমস্যায় একেবারে জর্জরিত হয়ে আছে কলকাতার শতাব্দীপ্রাচীন এই ক্লাবটি। গতবছরের ডুরান্ড থেকে চলতি আইএসএল প্রায় প্রত্যেকটি লিগেই ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্সের নেপথ্যে উঠে এসেছে এই চোটের প্রভাব।

গতবছরের আইএসএলের সেরা তারকা দিমিত্রিয়স দিয়ামন্ত্রাকস লাল হলুদ শিবিরে প্রবেশ করেই চোটের কবলে অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে গেছেন। আইএসএলের এ মরশুমে প্রথম চারটি ম্যাচে গ্রীক তারকার অভাব বেশ ভালোভাবেই বোধ করেছে মশাল বাহিনী। তাই সেভাবে গোল করতেও একপ্রকার ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল।

চতুর্থীর চমক ইস্টবেঙ্গলে! চোটপ্রাপ্ত হীরার জায়গা দখল দুই ফুটবলারের

একই ভাবে চোটের কবলে রয়েছেন মাঝমাঠের তারকা ফুটবলার মহম্মদ রাকিপ। ডান হাঁটুতে চোট পেয়ে তিনিও আসন্ন ডার্বিতে অনিশ্চিত। জুনিয়র টিমে সাড়া জাগিয়ে হীরা মণ্ডল সুযোগ পেয়েছিলেন সিনিয়র দলের হয়ে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ খেলার। কিন্তু শেষপর্যন্ত হাতে চোট পেয়ে তিনিও দিমির মত অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন।

তবে চোটের কবলে থাকা খেলোয়াড়দের তালিকা এখানেই শেষ নয়, বেশ কিছুদিন আগে অনুশীলনে ডান হাতে ছোট পান ক্লাবের অভিজ্ঞ গোলরক্ষক দেবজিত মজুমদার। তাই পরস্পর চোটের খবরে সমর্থকদের রোষের মুখে পড়তে হয় ক্লাব কর্মকর্তাদের। সেকারনেই নড়েচড়ে বসে ক্লাব কর্তৃপক্ষ। এমনকি ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার নিজে বিষয়টির তদারকি করছিলেন। শেষমেষ পিনিলোজকে সরিয়ে স্যাঞ্চেজকে (Javier Sánchez) দলে নিয়ে আসে ক্লাব কর্তৃপক্ষ।

East Bengal FC: খুশির খবর! ইস্টবেঙ্গলেযোগ নতুন তিন ফুটবলারের

প্রসঙ্গত উল্লেখ্য যে ফিটনেস কোচ বদলে সেভাবে সাফল্যের মুখ দেখেননি খেলোয়াড়রা (“East Bengal new fitness coach)। ইতিহাস ঘাঁটলেই বিষয়টি চোখে পড়বে। একসময় ফিটনেস কোচ পাল্টে পরপর ১৩ টি ম্যাচে হারের মুখোমুখি হয়েছিল স্বনামধন্য ক্লাব বার্সেলোনা। তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তাই অস্কার -স্যাঞ্চেজ জুটি এখন ডার্বির আগে ক্লাবের কতটা মসিহা হয়ে উঠতে পারেন সেটাই দেখতে মুখিয়ে রয়েছে লাল-হলুদ সমর্থকরা|