East Bengal: তিনটি মরশুমের জন্য ইস্টবেঙ্গলে নন্দকুমার, জানিয়ে দিল ক্লাব

প্রতিক্ষার অবসান। আগামী তিন বছরের জন্য ওডিশা এফসি থেকে নন্দকুমারকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)। আজ ঠিক এমনটাই জানানো হল ক্লাবের তরফ থেকে। তাছাড়া কিছুক্ষন…

Nandakumar Shekhar

প্রতিক্ষার অবসান। আগামী তিন বছরের জন্য ওডিশা এফসি থেকে নন্দকুমারকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)। আজ ঠিক এমনটাই জানানো হল ক্লাবের তরফ থেকে। তাছাড়া কিছুক্ষন আগেই একটি শর্ট ভিডিও আপলোড করা হয় ক্লাবের ফেসবুক পেজে। যেখানে দেখা যায়, নন্দকুমারের মুখে শোনা যায় কলকাতার রসগোল্লার প্রশংসা। এরপরেই তাকে স্বাগত জানানো হয় লাল-হলুদ ব্রিগেডে। যা দেখে খুশি আপামর ইস্টবেঙ্গল সমর্থকরা।

Advertisements

আজ এই প্রসঙ্গে লাল-হলুদ কর্তা দেবব্রত মুখার্জি বলেন, নন্দকুমার কে লাল-হলুদ পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা খুব উৎসাহিত। গত ফুটবল মরশুমে দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি, এমনকি শুধুমাত্র আইএসএলে ভালো খেলাই নয়। গত সুপার কাপেও তার পারফরম্যান্স ছিল দেখবার মতো। আমরা আশা করি আসন্ন ফুটবল মরশুমে আমাদের কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে তিনি আরও ভালো পারফরম্যান্স করবেন।

Advertisements

বলাবাহুল্য, শেষ আইএসএল মরশুমে প্রতিপক্ষের রক্ষনভাগ কে ধরাশায়ী করার ক্ষেত্রে ওডিশা এফসির অন্যতম হাতিয়ার ছিলেন এই নন্দ। তাকে সামনে রেখে একের পর এক ম্যাচ জিতেছে জোসেফ গাম্বাউয়ের দল। পরবর্তীতে মিরান্ডার কোচিংয়ে সুপার কাপ জেতে ওডিশা এফসি। সেক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে ও গোল করেছিলেন এই ভারতীয় তারকা।

তাই আসন্ন মরশুমের জন্য শুরু থেকেই তাকে টানতে আসরে নেমে পড়েছিল আইএসএলের একাধিক ক্লাব। তবে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত সবাই কে দূরে ঠেলে তাকে চূড়ান্ত করে ফেলে কলকাতার এই প্রধান। তারপর আজ ঘোষণা। যারফলে, আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে নন্দকুমার কে।