আইএসএলের জন্য কাদের নথিভুক্ত করল ইস্টবেঙ্গল? জানুন

East Bengal Fans Can Still Enjoy AFC Champions League

Advertisements

দিন তিনেকের অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী বেঙ্গালুরু এফসি। কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। সেখানে জয় পাওয়া যে খুব একটা সহজ নয় সেটাও ভালো মতোই বুঝতে পারছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তবুও সেরা একাদশ নামিয়ে জয় পাওয়ার লক্ষ্য থাকবে স্প্যানিশ কোচের। উল্লেখ্য, গত আগস্ট মাসেই শেষ হয়েছে এবারের সামার ট্রান্সফার উইন্ডো।

যার মাধ্যমে দল গঠনের অধিকাংশ কাজ সেরে ফেলেছে দল গুলি। তবে ইন্ডিয়ান সুপার লিগের মতো বৃহৎ টুর্নামেন্ট শুরু করার আগে রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করাই অন্যতম লক্ষ্য ক্লাব গুলির‌। সেক্ষেত্রে ফ্রি ফুটবলারদের শুধুমাত্র দলে নিতে পারবে ক্লাব গুলি। কিন্তু আইএসএলের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত কাদের নথিভুক্ত করেছে লাল-হলুদ ব্রিগেড ? সামনে এল সেই তালিকা।

Advertisements

এখনও পর্যন্ত গোলরক্ষক হিসেবে প্রভসুখান সিং গিল এবং দেবজিত মজুমদারকে চূড়ান্ত করেছে ইমামি ইস্টবেঙ্গল। পাশাপাশি রক্ষণভাগকে শক্তিশালী করতে হিজাজি মাহের এবং হেক্টর ইউস্তের পাশাপাশি ভারতীয়দের মধ্যে থাকছেন লালচুংনুঙ্গা, প্রভাত লাকরা, মোহাম্মদ রাকিপ, মার্ক জোথানপুইয়া, গুরসিমরত সিং গিল এবং আনোয়ার আলি। বর্তমানে এই ভারতীয় ডিফেন্ডারকে চার মাসের ব্যানের আওতায় রাখা হলেও আইএসএলের কথা ভেবেই তাঁকে স্কোয়াডে রাখছে ইস্টবেঙ্গল।

পাশাপাশি মাঝমাঠের জন্য থাকছেন জিকসন সিং, সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, মাদিহ তালাল, শ্যামল বেসড়া এবং তন্ময় দাস। উইঙ্গার হিসেবে থাকছেন নাওরেম মহেশ সিং, নন্দকুমার সেকার, আমন সিকে, সায়ন ব্যানার্জি এবং পিভি বিষ্ণু। সেইসাথে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন গ্ৰীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্তাকস, ক্লেটন সিলভা, ডেভিড লালহানসাঙ্গা এবং জেসিন টিকে। পরবর্তীতে আরও একাধিক ফুটবলারদের রেজিস্ট্রেশন করাতে পারে ময়দানের এই প্রধান।