কিছুদিনের মধ্যেই নতুন মরশুম শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ছোটরা। কলকাতা লিগে তাদের প্রথম ম্যাচ খেলতে হবে টালিগঞ্জ অগ্রগামীর বিপক্ষে। জুনিয়র দলের কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে এবারও অভিযান শুরু করবে এই হেভিওয়েট দল।
যেখানে বঙ্গীয় ফুটবলারদের পাশাপাশি বেশকিছু ভিন রাজ্যের ফুটবলার রয়েছে তাদের দলে। গতবারের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। সেজন্য, তন্ময় দাসের পাশাপাশি আরও বেশ কিছু পুরনো ফুটবলারদের দিকেও নজর থাকবে সকলের।
তবে তার আগেই এবার নিজেদের কর্মসমিতির বৈঠক থেকে নয়া সিজনের অধিনায়কদের নাম ঘোষণা করল লাল-হলুদ ব্রিগেড। সেই অনুযায়ী নতুন সিজনেও সিনিয়র দলের অধিনায়ক হিসেবে থাকছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। এবং সহ অধিনায়ক হিসেবে থাকছেন ভারতীয় তারকা নাওরেম মহেশ সিং।
শেষ মরশুমে দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই উইঙ্গারের। সেই সুবাদে ডাক পেয়েছিলেন জাতীয় দলে। এবারও তার দিকে নজর থাকবে সমর্থকদের। অন্যদিকে, ইস্টবেঙ্গলের জুনিয়র দলের অধিনায়ক হচ্ছেন বাঙালি গোলরক্ষক আদিত্য পাত্র। এবং সহ অধিনায়ক হচ্ছেন তন্ময় দাস।
𝗣𝗥𝗘𝗦𝗦 𝗥𝗘𝗟𝗘𝗔𝗦𝗘 🔴🟡
– First Executive Committee meeting
– Senior team captain Cleiton Silva and vice-captain Naorem Mahesh Singh
– Reserve team captain Aditya Patra and vice-captain Tanmay Das
– Arranged TF for quality player
– Strengthening Hockey, Cricket, Athletics pic.twitter.com/fnx4vt7gHh— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) June 27, 2024
তবে সেখানেই শেষ নয়। জানা গিয়েছে, দলকে শক্তিশালী করার লক্ষ্যে আরও বেশ কিছু ফুটবলারদের দলে আনতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কিন্তু তবুও অন্যান্য দলগুলি থেকে বাড়তি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নিতে মরিয়া মশাল ব্রিগেড।
#UPDATE | East Bengal Club’s executive committee have announced goalkeeper Aditya Patra and midfielder Tanmay Das as the Captain and Vice Captain respectively for the upcoming Calcutta Football League.#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/kGtCBUbpBe
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) June 27, 2024