East Bengal : আন্দ্রেস ইনিয়েস্তার ইস্টবেঙ্গলের হয়ে খেলার জল্পনা তুঙ্গে

East Bengal

বার্সেলোনার কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা (Andrés Iniesta) খেলবেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের হয়ে! সম্প্রতি দল বদলের বাজারে এমন গুঞ্জনও উঠেছে। এ বিষয়ে ইনিয়েস্তার এজেন্টের সঙ্গে কথা বলেছেন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম।

Advertisements

ইনিয়েস্তা এখন রয়েছেন জাপানের ক্লাব Vissel Kobe-তে। সম্প্রতি কেউ কেউ দাবি করেছিলেন, জাপানের এই ক্লাবের সঙ্গে স্প্যানিশ মায়স্ট্রোর পথ চলা শেষ হচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য তিনি ভারতে আসবেন। এবং লাল হলুদ জার্সি পরবেন।

সত্যি কি ইনিয়েস্তাকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে দেখা যাবে? এখনও পর্যন্ত যা খবর তাতে লাল হলুদ ক্লাব এবং ইনিয়েস্তা সম্পর্কিত এই জল্পনার কোনো ভিত্তি নেই। স্রেফ গুজব। 

Advertisements

ইনিয়েস্তার দল বদল সম্পর্কিত গুজব সম্পর্কে তাঁর এজেন্ট জানিয়েছেন যে তিনি জাপানের ক্লাবের হয়েই আগামী মরশুমে খেলবেন। দলের সঙ্গে ইনিয়েস্তার চুক্তি এখনও বাকি রয়েছে। চুক্তি ভেঙে তিনি ভারতে আসছেন না।