East Bengal : আই লিগের সেরা গোলরক্ষককে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল, মহামেডান

এ বছরের আই লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ভাস্কর রায়। এই সাফল্যের পর তাঁর দিকে ভারতের একাধিক ক্লাবের নজর রয়েছে বলে আগে শোনা গিয়েছিল। এবার…

East Bengal : আই লিগের সেরা গোলরক্ষককে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল, মহামেডান

এ বছরের আই লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ভাস্কর রায়। এই সাফল্যের পর তাঁর দিকে ভারতের একাধিক ক্লাবের নজর রয়েছে বলে আগে শোনা গিয়েছিল। এবার জানা গিয়েছে দু’টো বড় ক্লাবের নাম। যার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল (East Bengal)। 

সূত্র উদ্ধৃত করে এক ক্রীড়া মাধ্যমে দাবি করা হয়েছে, ভাস্করকে সই করানোর ব্যাপারে আগ্রহী কলকাতার দুই ক্লাবের। কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) তাঁকে দলে নিতে নিচ্ছুক বলে মনে করা হচ্ছে। ভাস্কর নিজেও ইন্ডিয়ান সুপার লিগে খেলার ব্যাপারে উৎসাহী।

   

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্কর বলেছেন, ‘আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল, কিন্তু কখনই ভাবিনি আই লিগের সেরা গোলকিপারের সম্মান পাবো। যতো ম্যাচ খেলেছি ততই নিজের প্রতি আস্থা বেড়েছে। আগে স্কোয়াডে থাকলেও বিশেষ ম্যাচ টাইম পেতাম তাই। তাই নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলাম।’

২৯ বছর বয়সী এই ফুটবলার আরও জানিয়েছেন, ‘ইন্ডিয়ান সুপার লিগে খেলার ইচ্ছা রয়েছে। আমার বিশ্বাস প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে পারবো। টুর্নামেন্টে যারা খেলছেন তাঁদের তুলনায় কোনো অংশে কম নই।’

রাজস্থান ইউনাইটেডের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন ভাস্কর রায়। গোটা টুর্নামেন্টে আটটি ক্লিন শিট রেখেছেন নিজের নামের পাশে। সেই সঙ্গে ১৭ টি ম্যাচে প্রতিহত করেছেন ৪৪ টি শট