East Bengal : ইস্টবেঙ্গলে না-ও থাকতে পারেন হীরা মন্ডল

Hira Mondal
আপাতত নিজের মতো দিন কাটাচ্ছেন হীরা।

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের পক্ষ থেকে এখনও শোনানো হয়নি ইনভেস্টর সংবাদ। বিনিয়োগকারী আসার আগে দল গঠনের কাজ কর্তারা এগিয়ে রাখছেন। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ফুটবলারকে কেন্দ্র করে উঠছে গুজব। কিন্তু যাকে নিয়ে এক সময় সবথেকে বেশি আলোচনা হয়েছিল, সেই হীরা মন্ডল (Hira Mondal) সম্পর্কেও নিশ্চিত কিছু এখনই বলা যাচ্ছে না।

এখনও পর্যন্ত যা খবর বা জল্পনা, তাতে আগামী মরশুমে হীরা মন্ডল লাল হলুদ জার্সি পরে-ই যে মাঠে নামবেন এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। ভারতের অন্যান্য ক্লাবও তাঁর প্রতি আগ্রহ বলে শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গলও চাইছে ধরে রাখতে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ফুটবল মহলের কেউ কেউ দাবি করেছিলেন, হীরাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী প্রায় ছয়টি ক্লাব।

   

হাতে এখনও কিছুটা সময় রয়েছে। হীরা মন্ডল চটজলদি সিদ্ধান্ত নিতে চাইছেন না বলেই মনে করা হচ্ছে। অবস্থা বুঝে হয়তো ব্যবস্থা নেবেন।

হীরাকে ঘিরে সমর্থকদের মধ্যে জল্পনার শেষ নেই। গতবারের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আবিষ্কার বাংলার এই ফুটবলার। মাঠে এসসি ইস্টবেঙ্গলের দলগত পারফরম্যান্স ভালো না হলেও হীরা ছিলেন ধারাবাহিক।

হীরার সঙ্গে আরও এক ফুটবলার ভালো খেলেছিলেন। তিনি হামতে। তাঁকে ইতিমধ্যে নিশ্চিত করেছে এটিকে মোহন বাগান। আগামী দিনে হীরা কোন দলে থাকবেন সে’দিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন