East Bengal Club : এই মাসেও হয়তো সই হচ্ছে না

East Bengal-Emami Agreement

এই মাসে আর হয়তো সই হচ্ছে না। নতুন মাসের জন্য অপেক্ষা করতে হতে পারে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) সমর্থকদের। আগস্ট মাসে সই হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements

সই হবে হবে করেও এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সই সংবাদের আশায় রোজই তাকিয়ে থাকেন লাল হলুদ সমর্থকরা। প্রত্যহ গুজব ও জল্পনায় সমর্থকরা অতিষ্ঠ।

মঙ্গলবার ফুটবল মহলে গুঞ্জন, জুলাই মাসে আর হয়তো হচ্ছে না সই। অপেক্ষা করতে হতে পারে নতুন মাস পর্যন্ত। শোনা যাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহেই সই হতে পারে। হয়তো নতুন মাসের একেবারে শুরুতে।

Advertisements

গত দুই সপ্তাহ ধরে সই হওয়া নিয়ে প্রবল গুঞ্জন ময়দানে। এদিকে সামনেই কলকাতা ফুটবল লিগ। সেখানে দল নামাতে হলে দ্রুত দল গঠন করতে হবে। ইস্টবেঙ্গল কর্তারা দল গঠনের কাজ কিছুটা এগিয়ে রেখেছেন। কিন্তু সই না হলে সেই প্রচেষ্টা অনেকটা ধাক্কা খেতে পারে ।