East Bengal-Emami : কালকে নয়তো সোমবারের মধ্যে চুক্তি হচ্ছে

পরিস্থিতি যাই হোক না কেন আশার আলো এখনও রয়েছে। তাপ উত্তাপের মাঝেও পাওয়া যাচ্ছে ইতিবাচক খবর। জানা গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ও ইমামি কর্তাদের মধ্যে…

East Bengal-Emami

পরিস্থিতি যাই হোক না কেন আশার আলো এখনও রয়েছে। তাপ উত্তাপের মাঝেও পাওয়া যাচ্ছে ইতিবাচক খবর। জানা গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ও ইমামি কর্তাদের মধ্যে আলাপ আলোচনা এখনও ভালো জায়গায় রয়েছে বলে মনে করা হচ্ছে।

ময়দানে গুঞ্জন ছিল, চলতি সপ্তাহের শুরুর দিকে দুই পক্ষের মধ্যে সই সম্পন্ন হতে পারে। কিন্তু সেটা হয়নি। উল্টে মিলেছিল অন্য খবর। ক্লাবের পক্ষ থেকে সম্মতি সূচক লিখিত কোনো কাগজ কোম্পানি পায়নি বলে দাবি করছিলেন ইমামি কর্তা। এমন খবরের পর স্বভাবতই লাল হলুদ সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে নতুন আপডেট। ফুটবল মহলে কেউ কেউ দাবি করছেন, ক্লাব ও কোম্পানির মধ্যে পরিস্থিতি এখন স্বাভাবিক। সব ঠিক থাকলে আগামীকালও পাওয়া যেতে পারে বহু প্রতীক্ষিত সই সংবাদ। নাহলে আগামী সোমবারের মধ্যে সই হচ্ছে, এমনটাও দাবি করা হচ্ছে।

Advertisements

এই খবর ইতিমধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের কাছে পৌঁছেছে। সুদিনের আশায় প্রহরের পর প্রহর তাঁরা গুনেছেন। এখনও পর্যন্ত সেই অর্থে আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাই সম্ভাবনা থাকা সত্বেও এখনই আনন্দে গা ভাসাতে নারাজ অনেকে।