East Bengal : লালচুংনুঙ্গাকে ফিট করাই অন্যতম লক্ষ্য লাল-হলুদের

Lalchungnunga

আজ সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। গত নর্থইস্ট ম্যাচের হতাশা ভুলে এবার এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন কুয়াদ্রাত। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে চলে আসবে ইস্টবেঙ্গল ক্লাব। সেজন্য এই ম্যাচে জয় তুলে আনাই অন্যতম লক্ষ্য থাকবে তাদের।

Advertisements

তাই গতকাল রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে নিজেদের দলের সমস্ত ফুটবলারদের দেখে নেন স্প্যানিশ কোচ । তিন পয়েন্ট ঘরে তোলার জন্যই নিজেদের একাদশ সাজাতে চাইবেন কোচ। তবে মুম্বাই সিটি বধ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হবে ময়দানের এই প্রধানকে।

আসলে চোটের কারনে নিজের দেশ অর্থাৎ স্পেনে ফিরে গিয়েছেন সাউল ক্রেসপো। তাছাড়া কার্ড সমস্যার জন্য গত দুই ম্যাচে খেলতে পারেননি সৌভিক চক্রবর্তী। যারফলে, দলের মাঝমাঠে একেবারে হতশ্রী পরিস্থিতি লাল-হলুদের। তাছাড়া কার্ড সমস্যা থাকায় আজ খেলতে পারবেন না ক্লেটন সিলভা। তাই আজ শক্তিশালী মুম্বাই সিটির বিপক্ষে খেলতে গিয়ে যে নাস্তানাবুদ হতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements

তাছাড়া দলের স্প্যানিশ ডিফেন্ডার পার্দো লুকাসের ও দেখা দিয়েছে চোটের সমস্যা। তাই আজকের ম্যাচে খেলতে দেখা যাবে না এই ফুটবলারকে। এছাড়াও ভারতীয় ফুটবলার লালচুংনুঙ্গাকে নিয়ে ও উঠেছে একাধিক প্রশ্ন।

এই তরুণ তারকা প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, লালচু্ংনুঙ্গা প্রায় অনেকটা সময় আমাদের সঙ্গে ছিলনা। সেই সময় জাতীয় শিবিরে থেকে বিভিন্ন ধরনের অনুশীলন করেছে। আবার খেলার সুযোগ ও পায়নি। যারফলে, বসেই থাকতে হয়েছে অনেকটা সময়। তাই ওর পারফরম্যান্সে কিছুটা ধার কমেছে। ও আমাদের দলের সম্পদ। এখন কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ভুলত্রুটি গুলি শোধরানোর চেষ্টা করতে হবে আমাদের।