East Bengal: দিমিত্রিকে দলে পাওয়ার দৌড়ে মুম্বইকে পিছনে ফেলছে ইস্টবেঙ্গল

East Bengal Set for Kuldakanta Shield

দল বদলের বাজারে এবারে আগ্রাসী মেজাজে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরিক্ষিত বিদেশি দলে নেওয়ার ক্ষেত্রে বড় বাজেটের দল গঠন করার জন্য পরিচিত ক্লাবগুলোকে জোর লড়াই দিচ্ছে মশাল বাহিনী। দিমিত্রিয়স দিয়ামানতাকসের (Dimitrios Diamantakos) ক্ষেত্রেও অল আউট যাচ্ছে ইস্টবেঙ্গল।

Advertisements

সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবলে খেলা সেরা স্ট্রাইকারদের মধ্যে অন্যতম এই দিমিত্রিয়স দিয়ামানতাকস। কেরালা ব্লাস্টার্স এর হয়ে নজরকারে গ্রিসের এই ফুটবলরকে নিয়ে সরগরম দল বদলের বাজার। ইয়েলো আর্মিকে ইতিমধ্যে তিনি বিদায় জানিয়েছেন। এরপর কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবেন এখন সেটাই প্রশ্ন। দিয়ামানতাকসকে দলে নেওয়ার জন্য আগ্রহী একাধিক ক্লাব।

Transfer Rumours: দল বদলের বাজারে ক্রেয়েশিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাড়ছে জল্পনা

দিয়ামানতাকসকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলকে একাধিক ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। লাল হলুদ শিবিরে গ্রিক ফুটবলারের দল গঠনের সম্ভাবনা প্রবল। মুম্বই সিটি এফসি দিমিত্রিকে দলে নেওয়ার ব্যাপারে পিছিয়ে পড়েছে বলে শোনা যাচ্ছে। মুম্বই পিছিয়ে যাওয়ার তাঁকে সই করানোর ব্যাপারে পর ইস্টবেঙ্গল এখন ফেভারিট। সব ঠিকঠাক চললে ইস্টবেঙ্গলেই যোগ দিতে পারেন দিমিত্রিয়স দিয়ামানতাকস।

Advertisements

২০২৩-২৪ মরসুমের স্কোয়াড থেকে একাধিক বিদেশি ফুটবলারকে আসন্ন মরসুমেও দেখা যাবে লাল হলুদ জার্সিতে। ক্লেইটন সিলভা, সাউল ক্রেসপো, হিজাজি মাহেররা ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চলেছেন। সেই সঙ্গে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে মাদিহ তালালকে।

East Bengal: দিমিত্রি ক্লাবে এলেও সমস্যা মিটবে না ইস্টবেঙ্গলের?

তালাককে দলে নেওয়ার ক্ষেত্রেও ইস্টবেঙ্গল কর্তারা তৎপরতা দেখিয়েছেন। দিয়ামানতাকসের ক্ষেত্রেও পুরো দমে ঝাঁপিয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন এই ক্লাব।