ফের ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরতে পারেন জবি জাস্টিন (Jobby Justin)। জল্পনা আগেও শোনা গিয়েছিল। সম্প্রতি ফুটবল মহলে জবি প্রসঙ্গে চর্চা আগের থেকে বৃদ্ধি পেয়েছে।
রাজ্য সরকারের দফতরে জবি জাস্টিন চাকরি পেয়েছেন। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের সাহায্যে এই সুযোগ পেয়েছেন দক্ষিণ ভারতের এই স্ট্রাইকার। এরপরেই বেড়েছে জল্পনা। আগামী মরশুমে লাল হলুদ ক্লাবের ফিরতে পারেন জবি।
ইস্টবেঙ্গলে খেলে তারকার তকমা পেয়েছিলেন জবি জাস্টিন। হয়ে উঠছিলেন সমর্থকদের নয়নের মণি। জবির পারফরম্যান্স দেখে পরে সই করেছিল এটিকে। ইস্টবেঙ্গল ত্যাগ করেন জবি।
ক্লাব বদল করার পর ভারতীয় ফুটবল মানচিত্র থেকে প্রায় হারিয়ে গিয়েছেন তিনি। খুব বেশি সুযোগ পাননি লাল সাদা জার্সিতে। এটিকে মোহন বাগানের হয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলেও নাম লিখিয়েছিলেন জবি। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ার পর আর তাঁর কপাল ফেরেনি। হাজার বাতির ইন্ডিয়ান সুপার লিগে খেলেও আঁধারে মালয়ালি এই স্ট্রাইকার।