অস্কারের সহকারী হিসেবে এবার আদ্রিয়ান, সঙ্গে কারা?

নতুন মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। যার মধ্যে বারংবার দল বদলের বাজারে উঠে আসতে শুরু করেছিল ইস্টবেঙ্গল…

East Bengal 2025 Signings: Adrian Rubio Martinez Joins Coaching Staff

নতুন মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। যার মধ্যে বারংবার দল বদলের বাজারে উঠে আসতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দলের নাম। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রে ও অগ্রণী ভূমিকা ছিল ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে বিগত কয়েক মাস ধরেই দলে টানার ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল তারকার নাম। যাদের মধ্যে ছিলেন মহম্মদ রশিদ থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিলের মতো ফুটবলাররা।

বিগত মরসুমে তাঁদের পারফরম্যান্সের দিকে নজর রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। যারফলে গত কয়েকদিন আগেই সরকারিভাবে তাঁদের যোগদানের কথা ঘোষণা করে দেয় ময়দানের এই প্রধান। সেই অনুসারে এই নয়া মরসুমে ৭৪ নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে মহম্মদ রাশিদকে। একইভাবে ৮ এবং ৬ নম্বর জার্সি পড়তে দেখা যাবে বাকি দুই ফুটবলারকে। যা নিঃসন্দেহে খুশি করবে সকল লাল-হলুদ জনতাকে। এবার নতুন ফুটবলারদের দলের জার্সিতে খেলতে দেখার অপেক্ষায় সকলে। তবে শুধুমাত্র ফুটবলার নয়।

   

অস্কার ব্রুজনের সুবিধার কথা মাথায় রেখে এবার এক বিদেশি সহকারীকে আনা হয়েছে দলের জন্য। তিনি আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। দিনকয়েক আগেই প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের সঙ্গে শহরে পা রেখেছিলেন তিনি। নতুন সিজনে দলের সাফল্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন স্পেনের এই কোচ। কিন্তু সেখানেই শেষ নয়। এবার ঢেলে সাজানো হয়েছে গোটা সাপোর্টিং টিমকে। কিছু ঘন্টা আগেই ক্লাবের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় সেই সমস্ত সদস্যদের নাম।

Advertisements

সেই অনুযায়ী দলের ফিজিও হিসেবে নিযুক্ত করা হয়েছে ফিরোজ শেখ এবং অর্ঘ্য বসুকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। এছাড়াও ম্যাসসিওর হিসেবে থাকছেন রাজু বোসু। আসন্ন ডুরান্ড কাপে নিজেদের আদৌ কতটা মিলে ধরতে পারে ময়দানের এই প্রধান এখন সেটাই দেখার।