আসন্ন প্রতিষ্ঠা দিবসে কাদের সম্মানিত করছে লাল-হলুদ ?

East Bengal Foundation Day
East Bengal Foundation Day

আগামী ১লা আগস্ট ইস্টবেঙ্গলছর প্রতিষ্ঠা দিবস (East Bengal Foundation Day)। গত ১৯২০ সালে এই দিনেই সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেষ বসু ও নষা সেন এই তিন পূর্ব পুরুষের হাত ধরে পূর্ব বঙ্গীয় আবেগের স্ফুলিঙ্গ থেকে জন্ম নিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শুরুর পথটা খুব একটা মসৃণ না হলেও সময়ের সাথে সাথে‌ ভারতীয় ক্লাব ফুটবলের অগ্ৰদূত হিসেবে উঠে এসেছিল লাল-হলুদ শিবির। দেশীয় টুর্নামেন্ট গুলির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ও ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে ময়দানের এই প্রধান। দেখতে দেখতে শতবর্ষ অতিক্রম করে ১০৬ বছরের দোড়গোড়ায় ইস্টবেঙ্গল।

বলাবাহুল্য, অন্যান্য বছর গুলির মতো এবার ও সারম্বরে পালিত হতে চলেছে এই দিনটি। যেখানে পতাকা উত্তোলনের পাশাপাশি অন্যান্য বছর গুলির মতো এবার ও বিভিন্ন বিভাগে সম্মানিত করা হবে কৃতিদের। কিন্তু এবার কাদের সম্মানিত করতে চলেছে মশাল ব্রিগেড? পূর্ব ঘোষণা অনুযায়ী এই বছর বর্ষসেরা ফুটবলার হিসেবে বনোয়ারিলাল মেমোরিয়াল সম্মান প্রদান করা হবে সৌভিক চক্রবর্তী এবং মহিলা তারকা সৌম্যা গুগুলোথকে। পাশাপাশি উদীয়মান প্রতিভা হিসেবে জীবন চক্রবর্তী মেমোরিয়ালে সম্মানিত হতে চলেছেন পিভি বিষ্ণু। যা নিঃসন্দেহে খুশি করবে সমর্থকদের।

   

এছাড়াও লাল-হলুদ কর্তৃক ভারত গৌরব সম্মানে সম্মানিত হবেন ভারতীয় হকি দলের প্রাক্তন তারকা পিআর শ্রীজেশ। সেইসাথে নশা সেন মেমোরিয়ালে সম্মানিত করা‌ হবে আরেক প্রাক্তন খেলোয়াড় সত্যজিত মিত্রকে। জীবনকৃতি সম্মানে ব্যোমকেশ বসু মেমোরিয়ালে সম্মানিত হতে চলেছেন দলের প্রাক্তন অধিনায়ক মিহির বসু। পাশাপাশি বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেতে চলেছেন ডঃ পল্লব বসু মল্লিক। বর্ষসেরা আলোকচিত্রী হিসেবে সম্মানিত হতে চলেছেন উৎপল সরকার। বর্ষসেরা রেফারি হিসেবে পঙ্কজ গুপ্ত ও প্রতুল চক্রবর্তী মেমোরিয়ালে সম্মানিত হতে চলেছেন করুণা চক্রবর্তী এবং কার্তিক ইন্দু।

তাছাড়াও ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে গোপাল বসু মেমোরিয়ালে সম্মানিত করা হবে কনিষ্ঠ শেঠকে। পাশাপাশি গতবারের বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন এবং ইন্ডিয়ান ওমেন্স লিগ জয়ী কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজকে সম্মানিত করা হতে চলেছে প্রদীক কুমার ব্যানার্জি মেমোরিয়ালে। বেঙ্গল প্রাইড সম্মানে সন্মানিত করা হবে সঙ্গীতা বাঁসফোরকে। পাশাপাশি বিশেষ সম্মানে সম্মানিত করা হবে আরণ্যক ঘোষকে।
এবং সেরা সমর্থক হিসেবে স্বপন বল মেমোরিয়ালে সম্মানিত করা হবে ননী গোপাল বনিককে।এখন এই অনুষ্ঠানের দিকেই নজর থাকবে লাল-হলুদ সমর্থকদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন