- Advertisement -
ফের চমক দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। ইরানের এক ডিফেন্ডারের ব্যাপারে ক্লাব খোঁজ-খবর নিয়েছে বলে কানাঘুষো। তরুণ সেই ফুটবলার জাতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ।
বাইশ বছর বয়সী তাহা সহরতি আন্তর্জাতিক ফুটবলে এখনও খুব একটা পরিচিত নিন। ২০১৭ সালে ভারতের আয়োজিত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সময় নজর কেড়েছিলেন।
অনূর্ধ্ব সতেরো জাতীয় দলের হয়ে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন তাহা। ক্লাব কেরিয়ারের অভিজ্ঞতাও অল্প। অতীতে যে ক্লাবের হয়ে তিনি খেলেছিলেন সেখানে ধারাবাহিক পারফর্মার।
ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম পরিচিত ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে নিশ্চিত করে সাড়া ফেলে দিয়েছে ইস্টবেঙ্গল। সার্থক গোলুইয়ের সঙ্গে চলছে কথাবার্তা। এরই পাশাপাশি ময়দানে ভেসে উঠিল ইরানের হয়ে বয়স ভিত্তিক বিশ্বকাপ খেলা তাহার নাম।
- Advertisement -

