টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছেন ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo)। এখন থেকে পেশাদার টুর্নামেন্টে খেলবেন না তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ মরশুম হবে তাঁর শেষ পেশাদার টুর্নামেন্ট। চলতি মরশুমের পর আর কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে না তাঁকে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন তিনি।
গেইলের ৬ মারার রেকর্ড ভাঙলেন নাইট রাইডার্সের ব্যাটার, অনায়াসে জয় পেল দল
সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা ব্রাভো অবসর নিয়ে লিখেছেন, ২০২৪ সিপিএলই হতে যাচ্ছে শেষ মরশুম। ক্যারিবিয়ান সমর্থকদের সামনে নিজের শেষ পেশাদার টুর্নামেন্ট খেলতে চান তিনি। ত্রিনবাগো নাইট রাইডার্স থেকে সিপিএলের যাত্রা শুরু হয়েছিল এবং এখন তিনি এই দল দিয়েই যাত্রা শেষ করতে চাইছেন।
এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন ব্রাভো। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন। একই সঙ্গে ২০২৩ সালে আইপিএল থেকেও অবসর নেন তিনি। এবার সিপিএলেও যাত্রা থামানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এভাবে ৪ বছরে ৩ বার অবসরের ঘোষণা করলেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল খেলোয়াড় ডোয়াইন ব্রাভো। এই লিগে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড তাঁর দখলে। সিপিএলের ১০৩ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন ব্রাভো। শুধু তাই নয়, পাঁচবার জিতেছেন সিপিএল ট্রফি।
প্যারিসে নয়া ইতিহাস ভারতের, ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ প্রীতির
View this post on Instagram
ডোয়াইন ব্রাভোকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ভাবা হয়। এই ফরম্যাটে বিশ্বের প্রায় প্রতিটি লিগে অংশ নিয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এই ফরম্যাটে ৫৭৮টি ম্যাচ খেলে শুধু বোলিংই নয়, ব্যাটিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাভো। ডেথ ওভারে বোলিং করে ম্যাচ জেতানোর জন্য বিখ্যাত ব্রাভো। একই সঙ্গে শেষ ওভারে ছক্কা মেরে ম্যাচ জেতানোর ক্ষমতাও রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৬৩০ উইকেট নিয়েছেন ব্রাভো। একই সঙ্গে ব্যাট হাতে ৬৯৭০ রানও করেছেন তিনি।