কেরালার জার্সিতে মাঠে নেমে কী বললেন ল্যাগেটর? জানুন

দিনকয়েক আগেই নিজেদের নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। একাধিক পরিকল্পনা নিয়ে নতুন মরসুম শুরু করার কথা থাকলেও খুব একটা সুবিধা…

Kerala Blasters Sign Montenegrin Star Dusan Lagator in Winter Transfer Window

দিনকয়েক আগেই নিজেদের নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। একাধিক পরিকল্পনা নিয়ে নতুন মরসুম শুরু করার কথা থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। ডুরান্ড কাপের পর ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে হতাশাজনক পারফরম্যান্স থেকেছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল দল। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করেই কোচ বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় কেরালা ম্যানেজমেন্ট। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচের হাত ধরেই লড়াই চালাচ্ছে কেরালা।

পাশাপাশি উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে ও একাধিক পরিবর্তন আনতে তৎপর ছিল দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাব। এক্ষেত্রে দিনকয়েক আগেই আলেকজান্ডার কোয়েফের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। নিজেদের সোশ্যাল সাইট থেকেই জানানো হয়েছে সেই বিষয়টি। তাঁর বিকল্পের পাশাপাশি দলের নয়া বিদেশি ফুটবলার ডুসান ল্যাগেটরের দিকে ও নজর ছিল সকলের। ভারতের এই প্রথম ডিভিশনের ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে হাঙ্গেরির প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ডেব্রেসেনি ভাসুটাস স্পোর্টের সঙ্গে যুক্ত ছিলেন বছর তিরিশের এই ফুটবলার।

   

সেখানে তাঁর অনবদ্য পারফরম্যান্সের দিকে নজর রেখেই দলে টানার সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। ক্লাবের তরফে ঘোষণা করার পরেই কোচি চলে এসেছিলেন এই ফুটবলার। তারপর গত শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তাঁর মাঠে নামার অপেক্ষায় ছিল সকলেই। প্রথম একাদশে স্থান না পেলেও পরবর্তী পরিস্থিতি অনুযায়ী তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কেরালা দলের কোচ। এদিন দলকে জেতাতে না পারায় কিছুটা হলেও হতাশ এই মন্টিনিগ্ৰিন তারকা।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”কেরালা দলের জার্সিতে আমি আমি অভিষেক করতে পেরে যথেষ্ট খুশি। কিন্তু আমরা এই ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিলাম। জেতার সহজ সুযোগ এসেছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি বলে আমি এই ম্যাচ নিয়ে খুব একটা খুশি নই। তবে আমার মনে হয় এটা একটা ভালো দিক যে আমরা ৬০ মিনিট ধরে একজন খেলোয়াড় কম খেলেছি। আশা করি আগামী ম্যাচেই দল আবার জয় পাবে।”