ইংল্যান্ড সফরের দলে চমক বিশেষ চমক বোর্ডের! বাদ পড়ছেন এই ক্রিকেটার

Indian Cricket Team Possible to qualify WTC Final 2025

আইপিএল ২০২৫ (IPL 2025) উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই (BCCI)। আসন্ন ইংল্যান্ড সফরের (England Tour) জন্য প্রাথমিক দল বেছে নিয়েছে বোর্ড, যেখানে একাধিক চমক রয়েছে। জানা গিয়েছে বাদ পড়তে পারেন দুই প্রখ্যাত তারকা, আবার ডাক পেয়েছেন কিছু চমকপ্রদ নাম। সবকিছু মিলিয়ে, ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

২০২৫ সালের ইংল্যান্ড সফর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি টেস্ট ফর্ম্যাটে ভারতের পারফরম্যান্স খুব একটা ভাল না হওয়ায়, এই সফর দলটির আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা নিতে চলেছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট হাতছাড়া করেছে রোহিত-কোহলিরা। তাই এই সিরিজে ভুলের কোনো জায়গা রাখতে চায় না বিসিসিআই।

   

অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইতিমধ্যেই বেছে নিয়েছে ৩৫ জনের একটি প্রাথমিক দল। এই দলের মধ্য থেকেই মূল টেস্ট স্কোয়াড এবং ভারত ‘A’ দলের খেলোয়াড়দের বেছে নেওয়া হবে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে রেখেই এগোতে চায় বোর্ড। তার অভিজ্ঞতা, নেতৃত্বদানের দক্ষতা এবং ইংল্যান্ডের মাটিতে তার আগের পারফরম্যান্স বিবেচনা করেই এই সিদ্ধান্ত।

জামশেপুরের বিপক্ষে স্বপ্নপূরণের পথে গোয়ার ছেলে ব্রিসন!

এই তালিকায় রয়েছে কয়েকটি নতুন নামও, যাদের আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স নজর কেড়েছে। করুণ নায়ার, রজত পতিদার এবং সাই সুদর্শনের মতো ক্রিকেটাররা আছেন দলে। বিশেষ করে মিডল অর্ডারে ভরসাযোগ্য ব্যাটসম্যানের অভাব দীর্ঘদিন ধরে অনুভব করছে ভারত। সেই অভাব পূরণ করতেই করুণ ও পতিদারদের সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে।

তবে সবচেয়ে বড় চমক—দুই মহাতারকার বাদ পড়া। সূত্র মারফত জানা যাচ্ছে, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলকে প্রাথমিক দলে রাখা হয়নি। তাদের ফর্ম এবং চোট সমস্যা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বোর্ড। আইপিএলে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায়, বোর্ড তাদের নিয়ে ধোঁয়াশায় রয়েছে। যদিও চূড়ান্ত দল ঘোষণার আগে তাদের নিয়ে নতুন করে ভাবা হতে পারে।

ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দল দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে, যেখানে ভারত ‘A’ দলের খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। সেখানে করুণ নায়ার, সাই সুদর্শন, রজত পতিদারদের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতার পর, ইংল্যান্ড সফরের মাধ্যমে ঘুরে দাঁড়াতে মরিয়া বিসিসিআই।

বোর্ডের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ড সফরকে সামনে রেখে এখন থেকেই সব রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডের কন্ডিশন, পেস এবং সুইং-বান্ধব পিচে কেমন পারফর্ম করেন এই তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে তৈরি দল, তা সময়ই বলবে। তবে আপাতত বোর্ডের নজর অভিজ্ঞ নেতৃত্ব এবং শক্তিশালী মিডল অর্ডার গঠনের দিকেই।

সব মিলিয়ে, আইপিএলের মাঝেই এই ইংল্যান্ড সফরের দল নিয়ে তৈরি হওয়া উত্তেজনা এবং সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। এখন দেখার, কারা শেষমেশ মূল স্কোয়াডে জায়গা করে নিতে পারেন এবং কে হবেন ভারতের জন্য এই কঠিন সফরে ত্রাতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleঅবশেষে খুলল ওয়াঘা, বিতাড়িত নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ইসলামাবাদ
Next articleITR Filing Deadline: ৩১ জুলাই শেষ তারিখ ITR ফাইলিং-এর, জানুন বিস্তারিত
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।