মহানবমীতে ‘মহারাজের’ পুজো পরিক্রমা, কোথায় কোথায় ঘুরলেন?

মহানবমীর সন্ধ্যায় শহরের বেশ নামকরা দুই পুজোমণ্ডপে (Durga Puja 2025) ভিড় জমল শুধুই এক ঝলক ‘দাদা’কে দেখতে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রতি বছর দুর্গাপুজোয়…

Durga Puja 2025 Sourav Ganguly with family visist Sreebhumi Sporting & Suruchi Sangha Pandal

মহানবমীর সন্ধ্যায় শহরের বেশ নামকরা দুই পুজোমণ্ডপে (Durga Puja 2025) ভিড় জমল শুধুই এক ঝলক ‘দাদা’কে দেখতে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রতি বছর দুর্গাপুজোয় কলকাতায় থাকাটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে যেন এক অনিবার্য প্রথা। এ বছরও তার ব্যতিক্রম হল না (Bengali Festival)। বুধবার, মহানবমীর দিন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও বৌদি অর্পিতা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবির বর্তমান সভাপতি (CAB President)।

Advertisements

বিকেলে প্রথমেই সৌরভ পৌঁছন লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে (Sreebhumi Sporting)। দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে আয়োজিত এই পুজো বরাবরই চমকে দেয় মণ্ডপ ও প্রতিমার সৌন্দর্যে। এ বছর হীরের গয়নায় সজ্জিত প্রতিমা দর্শনে মুগ্ধ সৌরভ নিজেও বলেন, “এটা তো শুধু পুজো নয়, একটা শিল্পকলা। মানুষকে আকর্ষণ করার অসাধারণ চেষ্টা।”

   

সৌরভের হাতে প্রসাদ ও স্মারক তুলে দেন মন্ত্রী সুজিত বসু ও তাঁর কন্যা। মণ্ডপে সৌরভের প্রবেশ মুহূর্তে সাধারণ মানুষের উচ্ছ্বাসে মুহূর্মুহু স্লোগান ওঠে, “দাদা, দাদা!”

এরপর সন্ধ্যায় সৌরভ যান দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘে (Suruchi Sangha)। এই পুজোর পেছনে দীর্ঘদিন ধরেই যুক্ত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সেই মণ্ডপে ঢাক বাজাতে দেখা গেল সৌরভ ও তাঁর দাদা স্নেহাশিসকে। দর্শনার্থীদের উল্লাসে মুহূর্তে উৎসব যেন আরও চাঙ্গা হয়ে ওঠে।

সম্প্রতি দ্বিতীয়বারের জন্য ক্রিকেট প্রশাসনে নিজের ইনিংস শুরু করেছেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিএবি সভাপতি পদে। এই ব্যস্ততা সত্ত্বেও সময় বের করে প্রিয় শহরের পুজোয় অংশ নিতে ভোলেননি তিনি।

Durga Puja 2025 Sourav Ganguly with family visist Sreebhumi Sporting & Suruchi Sangha Pandal