আই লীগ জিতে ইন্ডিয়ান সুপার লীগ খেলার যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাব এফসি। আগে নাম ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব। সম্প্রতি তারা দলে নিয়েছে Durand Cup 2022 জয়ী ফুটবলারকে। লোনে বেঙ্গালুরু এফসি থেকে পাঞ্জাবের ক্লাবে কেরালার উইঙ্গার।
ইন্ডিয়ান সুপার লীগের দলগুলোর তুলনায় পাঞ্জাব এফসির বাজেট কিছুটা হলেও কম। তাই ট্রান্সফার উইন্ডোতে পাঞ্জাবের এই ফুটবল দলের পক্ষ থেকে সেই অর্থে কোনো চমক দেওয়া হয়নি। তারা দল সাজাচ্ছে নিজেদের ফুটবল বুদ্ধিকে কাজে লাগিয়ে। আইএসএল খেলার জন্য বেঙ্গালুরু এফসি থেকে পাঞ্জাব এফসি লিও অগাস্টিনকে দলে এনেছে লোনে। ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে তাকে দলের নেওয়ার খবর।
লিও অগাস্টিন ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। বেঙ্গালুরু এফসির হয়ে খেলে এসেছিলেন প্রচারের আলোয়। ইন্ডিয়ান সুপার লীগে বেঙ্গালুরু এসি ছাড়া অন্য কোনো ক্লাবে খেলেননি তিনি। ২০১৭ থেকে সুনীল ছেত্রীদের দলের সঙ্গে যুক্ত। আগামী মরসুমে লোনে খেলবেন পাঞ্জাব এফসিতে।
চেনা পরিবেশের বাইরে লিও অগাস্টিনের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। নতুন দলের সদস্য হতে পেরে তিনি উৎসাহী। বলেছেন, ‘পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত হতে পেরে আমি বেশ উত্তেজিত। দলের মধ্যে জয় ছিনিয়ে নেওয়ার মানসিকতা রয়েছে। কোচের সঙ্গে কথা বলার সময় এই মানসিকতার প্রতিফলন আমি প্রত্যক্ষ করেছি। নিজেকে নতুন পরীক্ষার মুখে ফেলতে চাই। পাঞ্জাব এফসিতে যোগ দেওয়া আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ। টিমের জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। নিজের সেরাটা দিতে চাই।’