গত কয়েকদিন আগেই শক্তিশালী গোকুলাম কেরালা দলকে হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে উঠেছিল ইমামি ইস্টবেঙ্গল। এবার সেই পথেই হাঁটল সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। আজ কিছুক্ষণ আগেই কোয়ার্টার ফাইনালের ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে কলকাতার এই প্রধান।
নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-১ গোল। সবুজ-মেরুনের জার্সিতে গোল করেন যথাক্রমে জেসন কামিন্স, মনবীর সিং ও তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। অন্যদিকে মুম্বাই সিটি এফসির হয়ে একমাত্র গোল করেন ডিয়াজ পেরেইরা। বলাবাহুল্য, এই প্রথমবার মুম্বাই সিটি এফসিকে পরাজিত করতে সক্ষম হল মোহনবাগান সুপারজায়ান্টস। যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন জনতা।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষনভাগ বজায় রেখে আক্রমণে ওঠার পরিকল্পনা ছিল দুই পক্ষের। এইভাবেই ম্যাচের ৭ মিনিট নাগাদ হঠাৎ করে বল নিয়ে উপরে উঠে আসতে থাকেন আশিক কুরুনিয়ান। তার জোড়ালো পাস সোজা চলে যায় অজি বিশ্বকাপার জেসন কামিন্সের কাছে। তিনি বল নিয়ে এগোতে শুরু করলেই তাকে গোল বক্সের ভেতরে ফাইল করা হয়। যারফলে, স্বাভাবিকভাবেই পেনাল্টি চলে আসে সবুজ-মেরুনের কাছে। সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিন্স। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল।
তারপর মুম্বাই দলের তরফ থেকে একাধিকবার আক্রমণ উঠে আসলেও তা আটকে যায় বাগান গোলরক্ষক বিশাল কাইথের ভরসাযোগ্য হাতে। তবে ২৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল নিয়ে বাগান রক্ষনভাগে ঢুকে পড়েন বিপিন সিং। তবে বিশাল কাইথ সেই শট খনিকের জন্য সামাল দিলেও হঠাৎ সেই বল চলে যায় মুম্বাইয়ের পেরেইরার পায়। সেখান থেকে ১-১ গোলের ফলাফল আনে মুম্বাই। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ফের আক্রমণ।
INTO THE SEMIS! 🔥💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/fMkhHX1wWX
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2023
হুগো বুমোসের বাড়ানো বল ধরে সোজা এগিয়ে গিয়ে গোল করে আসেন বাগান তারকা মনবীর সিং। যারফলে, ফলাফল হয়ে দাঁড়ায় ২-১ গোল। প্রথমার্ধের শেষে এই ফলাফলেই এগিয়ে থাকে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই নিজেদের আক্রমণ বাড়াতে থাকে বাকিং হ্যামের ছেলেরা। বারংবার আক্রমণে একেবারে বিপর্যস্ত হওয়ার মতো পরিস্থিতি দেখা দিলেও সুযোগ বুঝে ঠিক ৬৩ মিনিটের মাথায় মোহনবাগান দলের হয়ে তৃতীয় গোলটি করেন আনোয়ার আলি।
তারপর মুম্বাই দলের তরফ থেকে আক্রমণের ধার বাড়ানো হলেও আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি। যারফলে, ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহনবাগান সুপারজায়ান্টস। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে মানালো মার্কুইসের এফসি গোয়ার মুখোমুখি হতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।