Durand Cup: মরণ-বাঁচন ম্যাচে জিতল দশজনের মহামেডান

Mohammedan SC Secures Victory with 2-1 Win Against Indian Navy

Durand Cup-এ জয় তুলে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শুক্রবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট পাওয়ার জন্য মরীয়া হয় উঠেছিল ব্ল্যাক প্যান্থাররা। শেষ পর্যন্ত উত্তেজনা পূর্ণ ম্যাচ থেকে পুরো পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা।

এবারের ডুড়ান্ড কাপের শুরুটা মনের মতো করতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল মেহরাজউদ্দীন ওয়াদুর প্রশিক্ষণে থাকা কলকাতার অন্যতম প্রধান এই দল। প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে যেনতেন প্রকারে জয় তুলে নিতে চেয়েছিল মহামেডান স্পোর্টিং। সেই লক্ষ্যে অবিচল রইল দল। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ২-১ গোল জয় পেল সাদা কালো ব্রিগেড। সেই সঙ্গে জিইয়ে রইল তাদের পরের রাউন্ডে যাওয়ার আশা।

   

বিরতির আগে পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। নাটকের পর নাটক হল বিরতির পর। বিরতির ঠিক পরেই ডেভিড গোল করে এগিয়ে দেন মহামেডান স্পোর্টিংকে। ম্যাচের ৬৯ মিনিটে দুই দলের মধ্যে ব্যবধান হয় দ্বিগুণ। শেষ বাঁশি বাজার কিছু আগে গোল করে যান ইন্ডিয়ান নেভির ব্রি। ততক্ষণে অবশ্য ম্যাচ জয়ের সুবাস পেতে শুরু করে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ব্রিটো গোল করলেও ম্যাচের মোড় আর ঘোরেনি।

তবে রেফারিং নিয়ে রইল বিস্তর ক্ষোভ। দশজনে হয়ে গিয়েছিল সাদা কালো ব্রিগেড। লাল কার্ড দেখেছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের এক খেলোয়াড়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন ক্লাবের সমর্থকরা। রেফারির বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন