Durand Cup: বড় মঞ্চে বদলার ডার্বি!

কোয়ার্টার ফাইনালে কোন কোন দল খেলবে সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে। কলকাতার দুই প্রধান মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল Durand Cup-এর কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে।

Durand Cup

কোয়ার্টার ফাইনালে কোন কোন দল খেলবে সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে। কলকাতার দুই প্রধান মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল Durand Cup-এর কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। টুর্নামেন্টে আরো একবার বড় ম্যাচ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সম্ভবত এখনই নয়।

নতুন করে নিজেদের ফর্ম খুঁজে পেয়েছে ইস্টবেঙ্গল। কোচ Carles Cuadrat এর হাত ধরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে লাল হলুদ ব্রিগেড। Durand Cup-এর গ্রুপ পর্যায়ে তারকা খচিত মোহন বাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে মশাল বাহিনী। সকলকে বিস্ময় করে বাগান বধ লাল হলুদের। এরপর আবার গ্রুপ টপার। গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল।

মোহন বাগান সুপার জায়ান্ট ডার্বি হেরে কিছুটা বিপাকে পড়েছিল। তাকিয়ে থাকতে হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের দিকে। মহামেডান শেষ ম্যাচে সাত গোলের ব্যবধানে জিতলে বাগানকে হয়তো বিদায় নিতে হতো। তেমনটা হয়নি। ছয় গোলের ব্যবধানে জিততে পেরেছিল সাদা কালো ব্রিগেড। তাই পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পেরেছে মোহন বাগান সুপার জায়ান্ট। অনেকে ভেবেছিলেন কোয়ার্টার ফাইনালে ফের মুখোমুখি হতে চলেছে মোহন বাগান ও ইস্টবেঙ্গল।

Advertisements

আপাতত কলকাতা ডার্বি হচ্ছে না বলেই খবর। গতকাল সন্ধ্যা থেকে জোর গুঞ্জন, আরও বৃহত্তর পর্বের কথা ভেবে এখনই আয়োজন করা হচ্ছে না ময়দানের বড় ম্যাচের সম্ভাবনা। মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল নিজেদের ফর্ম বজায় রাখলে চলতি Durand Cup জয়ের ব্যাপারে আরও কিছু এগিয়ে যাবে দুই ক্লাব। তখন ডার্বির সম্ভাবনা আরও বাড়বে। হয়তো বড় মঞ্চে বদলার ডার্বি।