কিছুক্ষণ সময় মাত্র। তারপরেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালের ম্যাচে বাকিংহ্যামের শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ যে মোটেও সহজ নয় তা কয়েক বছরে ভালোই বুঝতে পেরেছেন বাগান কোচ। তাই প্রতিপক্ষ দলকে সমীহ করেই সাবধানে এগোতে চান তিনি। একই সুর শোনা গিয়েছে বাগান সচিব দেবাশীষ দত্তের গলাতে।
তাই মুম্বাইকে সমীহ করেই কথা বলেন তিনি। তাছাড়া বলতে গেলে এবার হয়ত এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে কামিন্স-শুভাশিসদের। তাছাড়া মুম্বাই সিটি এফসির বিপক্ষে খুব একটা ভালো পারফরম্যান্স নেই মেরিনার্সদের। হিরো আইএসএলের মঞ্চে অংশগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত সিটি গ্রুপের এই ফুটবল দলকে হারাতে পারেনি মোহনবাগান। তবে এবার সেই অসাধ্য সাধন করতেই হবে হুয়ান ফেরেন্দোর ছেলেদের। নাহলে যে বিদায় নিতে হবে এই টুর্নামেন্ট থাকে।
তাই সমস্ত দিক বিবেচনা করে নিজেদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। বিশেষ পরিকল্পনা নিয়েই নিজেদের একাদশ সাজিয়েছেন ফেরেন্দো। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম একাদশ। পূর্ব পরিকল্পনা মতোই আজ দলের তিন কাঠি সামাল দেবেন বিশাল কাইথ। পাশাপাশি দলের রক্ষনভাগ সামাল দিতে থাকছেন অধিনায়ক শুভাশিস বোস, আনোয়ার আলি, হেক্টর ইউৎসে। উপরের দিকে অর্থাৎ মাঝমাঠে থাকছেন মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ ও হুগো বুমোস। সেইসাথে দলের হয়ে আক্রমণভাগে ঝড় তোলার জন্য থাকছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স, আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। ও উইংয়ে শক্তি বাড়ানোর জন্য থাকছেন আশিক কুরুনিয়ান।
🚨TEAM NEWS 🚨
Mariners, here’s your team to take on the Islanders! 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/FtV8cy6qsA
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2023
অন্যদিকে, দলের সাথে অনুশীলন করলেও রিজার্ভ বেঞ্চে থাকতে হচ্ছে দলের ভরসাযোগ্য ফুটবলার দিমিত্রি পেট্রতোস, লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরির মতো ফুটবলাররা। তবে যদি প্রয়োজন মনে করলে রিজার্ভ বেঞ্চ থেকে দিমিত্রিকে মাঠে নামাতে পারেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।