Durand Cup: বিশাল কাইথকে টেক্কা দিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন গুরমিত

গত কয়েক মরসুম ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেক্ষেত্রে প্রত্যেকবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বিশাল কাইথ (Vishal Kaith)। আইএসএল থেকে…

NorthEast United FC's Gurmeet Singh

গত কয়েক মরসুম ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেক্ষেত্রে প্রত্যেকবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বিশাল কাইথ (Vishal Kaith)। আইএসএল থেকে শুরু করে ডুরান্ড কাপ (Durand Cup) হোক কিংবা গতবারের লিগ শিল্ড জয়। প্রত্যেক ক্ষেত্রেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে এসেছেন বাগানের এই তিন কাঠির প্রহরী। নয়া মরসুমে ও তাঁর অন্যথা হয়নি।

ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শুরু থেকেই নিজের দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন এই ভারতীয় গোলরক্ষক। গ্ৰুপ পর্বের ম্যাচে জয় পেতে খুব একটা সমস্যা না হলেও কোয়ার্টার ফাইনাল থেকেই বদলে যায় পরিস্থিতি‌। পাঞ্জাব এফসি হোক কিংবা শক্তিশালী বেঙ্গালুরু এফসি। তাঁদের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে মেরিনার্সদের। নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকায় খেলা গিয়েছিল ট্রাইব্রেকারে।

   

সেখান থেকেই দক্ষ হাতে দলের জয় সুনিশ্চিত করেছিলেন বিশাল কাইথ‌। তবে ফাইনাল ম্যাচে কাজ করলো না সেই ম্যাজিক। এগিয়ে থেকে ও গোল হজম করতে হয়েছে শুভাশিস বসুর দলকে। পরবর্তীতে ট্রাইব্রেকারে লড়াকু মেজাজে দেখা গেলেও শেষ রক্ষা হয়নি। এক গোলের ব্যবধানে হেরে যেতে হয় ঘরের মাঠে। যারফলে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। প্রথমবার ডুরান্ড চ্যাম্পিয়ন হল নর্থইস্ট ইউনাইটেড।

পাশাপাশি বিশাল কাইথকে টেক্কা দিয়ে ডুরান্ডের সোনার গ্লাভস জিতে নিলেন নর্থইস্টের গুরমিত সিং। মার্চ মাসে হায়দরাবাদ এফসি থেকে নর্থইস্টে যোগদান করেছেন এই গোলরক্ষক। গত বছর খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এবার শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিলেন এই তরুণ ফুটবলার।