আগামী শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে ডুরান্ড (Durand Cup) ফাইনাল। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং নর্থইস্ট ইউনাইটেড। গতবারের মতো এবারও সাফল্য ধরে রাখার লক্ষ্য ময়দানের এই প্রধানের। অন্যদিকে প্রথমবারের মতো এই ঐতিহ্যবাহী খেতাব জয়ের হাতছানি পেদ্রো বেনালির দলের। যারফলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সকলে।
তাঁর আগেই শুক্রবার এই ম্যাচের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দুই দলের কোচ ও ফুটবলারর। যেখানে মোহনবাগানের তরফে উপস্থিত ছিলেন স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট। সেখানে ফাইনাল ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা হলেও অখুশি থাকতে দেখা যায় তাঁকে। আসলে গত কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর আরও কিছুটা সময় অনুশীলন করেই মাঠে নামতে চেয়েছিলেন স্টুয়ার্ট। তবে এবছর সেই সুযোগ খুব একটা মেলেনি।
তবে প্রথম একাদশে থেকেই ফাইনাল খেলতে চান গ্ৰেগ স্টুয়ার্ট। আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ‘মোহনবাগান অনেক বড় ফুটবল ক্লাব। গতবছর তাঁরা মুম্বাই সিটি এফসির বিপক্ষে জয় পেয়েছিল। আমি খুব খুশি নতুন সিজনে তাঁরা আমাকে দলের সঙ্গে যুক্ত করেছে। বর্তমানে নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করাই আমার অন্যতম লক্ষ্য। কিছু সপ্তাহ হয়েছে আমি দলের সঙ্গে যুক্ত হয়েছি। তাঁর মধ্যেই মরসুমের প্রথম ট্রফি জয়ের সুযোগ এসেছে। আগামীকালের ম্যাচ আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
এছাড়াও কোচের পরিকল্পনা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে দলের যেকোনো পজিশনে খেলে নিজেকে মেলে ধরার কথা জানান এই ফরোয়ার্ড। উল্লেখ্য, নয়া মরসুমে দলের আক্রমণভাগে ঝড় তুলতে এই বিদেশি ফুটবলারকে দলে টেনেছে সবুজ-মেরুন। যার প্রভাব দেখা গিয়েছে ডুরান্ডের গত ম্যাচ গুলিতে। পূর্বে মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএলে অনবদ্য পারফরম্যান্স করলেও পরবর্তীতে অন্যত্র যোগদান করেছিলেন স্টুয়ার্ট। তবে ডুরান্ডের পাশাপাশি আসন্ন আইএসএলে এই চেনা বিদেশিকে সামনে রেখেই সাফল্য ধরে রাখতে চায় মোহনবাগান।