Durand Cup: অন্য দলগুলোর সুবিধা করে দিচ্ছে মহামেডান

Mohammedan SC

পরপর ম্যাচ জিতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপ (Durand Cup) অভিযানে দুটো ইন্ডিয়ান সুপার লিগ খেলা দলকে হারিয়েছে তারা। এদিন শিল্ড জয়ী জামশেদপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে সাদা কালো ব্রিগেড।

ডুরান্ড কাপের শুরুতে ফুটবল ক্লাব গোয়াকে হারিয়েছিল মহামেডান স্পোর্টিং। এদিন হারিয়েছে জামশেদপুরকে। বেশিরভাগ দলের কাছেই ডুরান্ড কাপ কার্যত প্রস্তুতির মঞ্চ। প্রতিযোগিতায় ম্যাচ খেলিয়ে ভুল শুধরে নিতে চাইবে প্রত্যেক দল। ইন্ডিয়ান সুপার লিগের দলগুলোর পাখির চোখ যেমন আইএসএল। তেমনই কিছু দলের পাখির চোখ আই লিগ। মহামেডানের আক্রমণ কিংবা গোল বৃষ্টি অন্য দলগুলোকে দেখিয়ে দিচ্ছে তাদের দুর্বলতা। পরাজিত দলের কোচেদের কাজ কিছুটা হলেও সহজ হচ্ছে।

   

মহামেডানের ধারাবাহিক জয়ের ফলে কলকাতার ক্লাবগুলোও লাভবান হতে পারে। কারণ প্রতিপক্ষের গোল হজম করার কারণ, রক্ষণের ফাঁক-ফোঁকর ধরা পড়ছে। সেই সুযোগটা কাজে লাগাতে পারে প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য ক্লাব। তেমনই আগামী দিনের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পরাজিত দলও নিজেদের খেলার আরও গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন