Durand Cup: অবশেষে ছাড়া হল ইস্টবেঙ্গল ও গোকুলাম ম্যাচের টিকিট

East Bengal vs Gokulam

গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর এবারের ডুরান্ড কাপের (Durand Cup) শুরুতে যথেষ্ট নড়বড়ে পারফরম্যান্স থেকেছে ইমামি ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনার বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল ব্রিগেড।

ডার্বি ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারানোর পর থেকে আত্মবিশ্বাস জন্ম নিতে থাকে দলের ফুটবলারদের মধ্যে। সেই আত্মবিশ্বাস নিয়েই এরপর পাঞ্জাব এফসিকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চলে যায় কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।

   

কিন্তু কাদের মুখোমুখি হতে হবে নাওরেম- নন্দদের? সেই নিয়েই গত কয়েকদিন ধরেই প্রবল চর্চা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। অবশেষে গতকাল রাতে পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৫ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম কেরালা দলের মুখোমুখি হতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।

সেই ম্যাচ নিয়েই বর্তমানে তুঙ্গে উঠেছে উন্মাদনা। এখন সেই ম্যাচের টিকিট সংগ্ৰহ নিয়েই যথেষ্ট আগ্ৰহ দেখা দিয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু কোথা থেকে ও কতদিন দেওয়া হবে ম্যাচের টিকিট? সেই নিয়ে এবার বিশেষ বিবৃতি জারি করা হল ডুরান্ড কমিটির তরফ থেকে।

সেই অনুসারে, আজ বিকেল থেকেই ময়দানের লাল-হলুদ তাঁবু থেকে মিলতে শুরু করেছে ম্যাচের টিকিট। আগামী ২৪ তারিখ পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে ইস্টবেঙ্গল দলের টিকিট। পাশাপাশি ম্যাচের দিন অর্থাৎ ২৫ তারিখ ও টিকিট পাওয়া যাবে, তবে সেক্ষেত্রে বদলে যাবে সময়সীমা। মূলত সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সংগ্ৰহ করা যাবে টিকিট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন