Durand Cup: ডার্বি বাতিল প্রসঙ্গে বিশেষ পোস্ট সৌভিক চক্রবর্তীর

আগামী ১৮ আগস্ট ডুরান্ড (Durand Cup) ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের। মরসুমের প্রথম এই ডার্বিকে ঘিরে ব্যাপক…

East Bengal star midfielder Sauvik Chakraborty

আগামী ১৮ আগস্ট ডুরান্ড (Durand Cup) ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের। মরসুমের প্রথম এই ডার্বিকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল সকল সমর্থকদের মধ্যে। তুঙ্গে ছিল টিকিটের চাহিদা। কিন্তু শনিবার বিকেলের মধ্যেই বদলে যায় গোটা পরিস্থিতি। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে বাতিল করে দেওয়া হয় এই হাইভোল্টেজ ম্যাচ। ডুরান্ড কমিটির এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসতে শুরু করে দুই প্রধানের সমর্থকরা।

কিন্তু এত সহজে হার মানতে নারাজ বাংলার ফুটবলপ্রেমীরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুবভারতীর গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট জাস্টিসের’ ব্যানার নামানো সম্ভব না হলেও আরজি কর কান্ডের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় যুবভারতী থেকে মিছিল করতে চলেছেন সমর্থকদের একটি বিরাট অংশ।

   

এই পরিস্থিতি নিয়ে এবার নিজের মতামত তুলে ধরলেন লাল-হলুদের তারকা মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। ঘন্টা কয়েক আগে নিজেদের সোশ্যাল সাইটে তিনি লেখেন, ‘ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলারই খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে। তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে।’

আরো বলেন, ‘বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে। আমরা চাই, একজন সন্তান হিসেবে, কোনো মায়ের কোল খালি না থাকুক। তাই ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত, যত কঠিনই বাধা আসুক, আমরা থামব না।’

Sauvik-Chakraborty

উল্লেখ্য, গত কয়েক মরসুম ধরেই অনবদ্য পারফরম্যান্স করে আসছেন সৌভিক।‌ এই নতুন সিজনে ও সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য এই তারকার।