Durand Cup-এ ষড়যন্ত্রর গন্ধ পেতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Fans)। টুর্নামেন্টের সেমিফাইনালে ঘটেছে কিছু অপ্রীতিকর ঘটনা। কাদা ছোঁড়াছুঁড়ি চলছে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেডের সমর্থকদের মধ্যে। নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষ থেকে ঘটনার নিন্দা করা হয়েছে তীব্র ভাবে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও জানানো হয়েছে বর্ণবিদ্বেষমূলক ঘটনাকে একেবারেই সমর্থন করে না ক্লাব। কার ভুল? এই প্রশ্ন দানা বাঁধার পর সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার জেনারেল সেক্রেটারি সাজি প্রভাকরন।
সাজি প্রভাকরণ নর্থ ইস্ট ইউনাইটেডের অভিযোগ তুলে ধরে বলেছেন, ‘ভারতীয় ফুটবল থেকে এই ধরণের ঘটনা একেবারে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।’
Saddened to read this. We will take up this matter. We have a zero tolerance on this.
We have to do everything possible to completely eliminate these kinds of issues from Indian Football. https://t.co/v6rNO31i7I
— Shaji Prabhakaran (@Shaji4Football) August 30, 2023
পরে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পোস্ট তুলে ধরে তিনি বলেছেন, ‘এ ধরণের পরিস্থিতির বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াতে হবে। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দরকার আদর্শ পরিবেশ।’
This is how we have to deal with this situation and create an encouraging environment for football to prosper in India. https://t.co/2pBruthAuZ
— Shaji Prabhakaran (@Shaji4Football) August 30, 2023
যদিও ঘটনার পিছনে ষড়যন্ত্রর গন্ধ পেতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। নর্থ ইস্ট ইউনাইটেডের অভিযোগ প্রকাশ্যে আসার পর ক্ষোভ ফেটে পড়েছেন তারা। দীর্ঘ দিন পর সাফল্যের খুব কাছাকাছি এসে উপস্থিত হয়েছে ক্লাব। আর তখনই কিনা বিতর্ক! ক্রমে দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক।
https://twitter.com/I_Am_Nilotpal/status/1696911891304690086?t=xN45aguVkvAdGtzl2YP0_A&s=19