Durand Cup: আবার অনলাইনে ডুরান্ড ডার্বির টিকিট, জানুন কীভাবে সংগ্রহ করবেন

Durand Cup

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ (Durand Cup)। ইতিমধ্যে এই টুর্নামেন্ট’কে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।আরও বাড়তি উত্তেজনা বাড়ছে আসন্ন ডার্বি’কে কেন্দ্র করে।ইতিমধ্যে ডার্বি’র টিকিট কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে হাহাকার ছড়িয়ে গেছে।

Advertisements

এর আগে অনলাইনে টিকিট ছাড়ার আধঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছিলো।অধিকাংশ সমর্থক’রা সেই সময় টিকিট কাটতে পারেনি।এবার ফের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে।১৬ ই আগষ্ট থেকে ফের আরেকবার অনলাইনে পাওয়া যাচ্ছে ডার্বির টিকিট।আজ সকাল ১০ টা থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে।

ডুরান্ডের আয়োজকদের তরফে জানানো হয়েছে ডার্বির টিকিটের চাহিদা থাকায় অল্প অল্প করে ছাড়া হচ্ছে।যারা আগেরবার টিকিট কাটতে পারেননি তাদের কাছে এইবার টিকিট কাটার সুযোগ আছে।আগামী ১৬-২২ শে আগষ্ট জুড়ে কাটা যাবে টিকিট।বুক মাই শো’তে সংগ্রহ করা যাবে।এছাড়া ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের তাঁবু থেকে সংগ্রহ করা যাবে।

Advertisements

এবার থেকে অফলাইনের টিকিট কোনও ম‍্যাচের ঠিক পাঁচ দিন আগে ছাড়া হবে।তবে অফলাইনে কতো টিকিট ছাড়া হবে সেটা এখনও স্পষ্ট হয়নি।
প্রসঙ্গত, এদিকে বদলে গেছে ডুরান্ডের উদ্বোধনের সময়।এর আগে ঠিক ছিলো সন্ধ্যা ৬:৩০ টায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুর্নামেন্টে উদ্বোধন করবেন,তারপর খেলা শুরু হবে সাতটা নাগাদ ।বদলে যাওয়া সূচী অনুযায়ী বিকেল পাঁচটা নাগাদ প্রতিযোগীতার উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী।খেলা শুরু হবে সাতটায়।

গতবারের চ‍্যাম্পিয়ান এফসি গোয়া এবার ভারতীয় স্কোয়াড নিয়ে খেলতে এসেছে, তাদের হারানোর জন্যে ফুঁসছে গতবারের রানার্সআপ মহামেডান স্পোর্টিং।ক্লাব সচিব দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন অন্তত দুই গোলে গতবারের চ‍্যাম্পিয়ান’দের হারাবে সাদা কালো ব্রিগেড, অন‍্যদিকে কোচ চেরনিশভ গতবারের ফাইনালের হারের কথা বলে দলকে তাতানোর চেষ্টা চালাচ্ছেন।