ডার্বিকে বাড়তি গুরুত্ব, কেন মুম্বই গেলেন ম্যাকলারেন?

আগামী ১৮ আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল…

Jamie Maclaren

আগামী ১৮ আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গত দুই ম্যাচের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ও জয় পাওয়ার লক্ষ্য সবুজ-মেরুনের। সেজন্য কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন ফুটবলাররা।

   

জানা গিয়েছে অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) সামনে রেখেই ডার্বি জয়ের পরিকল্পনা রয়েছে বাগান (Mohun Bagan) কোচের। তবে চোট সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। উল্লেখ্য, গত ২৮ শে জুলাই দলের অন্যান্য ফুটবলারদের সাথে ভারতে আসলেও এখনও পর্যন্ত দলের সঙ্গে সেভাবে অনুশীলন করেননি অস্ট্রেলিয়ার এই ফুটবলার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী খুব একটা গুরুতর নয় জেমির চোট।

কিন্তু আসন্ন ডার্বি ম্যাচের কথা মাথায় রেখে বাড়তি ঝুঁকি নিতে নারাজ সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। অনেক আগেই শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren)। তবে বর্তমানে চোটের পরিস্থিতি বুঝে নিতে চাইছেন মোলিনা। সেজন্য এবার মুম্বাই পাঠানো হয়েছে অজি ফুটবলারকে‌।

সব ঠিকঠাক থাকলে বুধবারের মধ্যেই কলকাতায় ফিরে আসার কথা বাগানের (Mohun Bagan) এই ফরোয়ার্ডের। তারপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন ম্যাকলারেন (Jamie Maclaren)।