ডুরান্ড কাপ হতে পারে প্রস্তুতির মঞ্চ

এবারেও ডুরান্ড কাপ (Durand Cup) দিয়ে শুরু হতে পারে মরসুম। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে কেন্দ্র করেও ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে থাকে সমান উৎসাহ। কোন দল কেমন…

Durand Cup Mohun Bagan

এবারেও ডুরান্ড কাপ (Durand Cup) দিয়ে শুরু হতে পারে মরসুম। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে কেন্দ্র করেও ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে থাকে সমান উৎসাহ। কোন দল কেমন দল গড়েছে সে ব্যাপারে পাওয়া যায় আভাস। তাছাড়া এই টুর্নামেন্টে আইএসএল দলের সঙ্গে আই লিগ টিম ও আঞ্চলিক দলের মধ্যেকার ম্যাচ দেখার সম্ভাবনাও থাকে।

   

মোহনবাগানের পাখির চোখ হতে পারে ACL 2

গত মরসুমে ডুরান্ড কাপকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছিল। ফেডারেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নতুন করে সাজানো হয়েছিল ডুরান্ড কাপ। বেশিরভাগ দলের কাছে এই টুর্নামেন্ট প্রাক মরসুম প্রস্তুতি স্বরূপ। নামি ফুটবলারদের পাশাপাশি উঠতি খেলোয়াড়দের মাঠে নামিয়ে পরখ করে নেওয়ার সুযোগ থাকে কোচেদের কাছে।

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) মতো হেভিওয়েট দলের কাছেও ডুরান্ড কাপ অনেকটা প্রস্তুতির মঞ্চের মতো। গতবারের ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন মোহনবাগান। আসন্ন মরসুমেও এই ট্রফি জেতার চেষ্টা করবে সবুজ মেরুন ব্রিগেড। মনে করা হচ্ছে আসন্ন ডুরান্ড কাপকেও প্রস্তুতির মঞ্চের মতো করে কাজে লাগাতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

জেমি ম্যাকলারেনকে সই করানোর দৌড়ে কেরালা ব্লাস্টার্স!

২০২৪-২৫ মরসুমেও একাধিক টুর্নামেন্ট খেলতে হবে বাগানকে। ডুরান্ড কাপ ছাড়াও রয়েছে কলকাতা ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগ, সুপার কাপ, এসিএল টু প্রতিযোগিতা। এসিএল টু, ইন্ডিয়ান সুপার লিগ- এই দুটো প্রতিযোগিতাকে বাগান বারোটি গুরুত্ব দেবে সেটা ধরে নেওয়াই যায়। দীর্ঘ মরসুমের কথা মাথায় রেখে ডুরান্ড কাপে স্কোয়াডের ছেলেদের পরখ করে নিতে পারেন কোচ।